ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL Recruitment 2022)। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ট্রেনি-সহ অন্যান্য ম্যানেজমেন্ট ট্রেনি পদে মোট ৭৫ জনকে নিয়োগ করা হবে।
এই নিয়োগে Gate 2022-এর বৈধ স্কোর কার্ড আছে যাঁদের, শুধুমাত্র তাঁরাই এ ক্ষেত্রে আবেদন করতে পারবেন। প্রতিবন্ধী ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নিয়গের নিয়মে আর বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ছাড়াও কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগে ট্রেনি নেওয়া হবে। নিয়োগের পরবর্তী ১ বছর সংশ্লিষ্ট বিভাগীয় ট্রেনিং চলবে।
প্রার্থীদের দেশ-বিদেশের বিভিন্ন প্রকল্পের কাজে নিয়োগ করা হবে। ১ বছরের ট্রেনিং চলাকালীন নিযুক্তরা মাসে ৬০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। নিযুক্ত ট্রেনিদের থাকা, যোগাযোগ সুবিধা দেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড।
ট্রেনিদের থাকা, যোগাযোগ সুবিধা না দিতে মাসে অতিরিক্ত ১৫,০০০ টাকা দেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। ট্রেনিংয়ের শেষে পাকাপাকি নিযুক্তরা মাসে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন, সঙ্গে অন্যান্য ভাতাও মিলবে।
অন্তত ৬৫ শতাংশ নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিভাগে রেগুরাল কোর্সে বিই অথবা বিটেক. অথবা বিএসসি (ইঞ্জিঃ) ডিগ্রি থাকা প্রার্থীরা Gate 2022-এর পেপারে সফল হলে উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২২ তারিখ অনুযায়ী ২৫ বছরের মধ্যে হতে হবে। তবেই ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন বিভাগের ট্রেনি পদে আবেদন করা যাবে। প্রতিবন্ধী ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
প্রথমে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট-২০২২-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং পরবর্তিতে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
ইচ্ছুক যোগ্য প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.engineersindia.com-এর মাধ্যমে। আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।