ওয়াচম্যান পদে ১,২৪০ জনকে নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। যাঁরা ২২ অগাস্ট ২০০২ তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত ৬ মাস কাজ করেছেন, তাঁরাও শর্তসাপেক্ষে পূর্বতন প্রাক্তন চুক্তির ভিত্তিতে কাজের জন্য আবেদন করতে পারেন।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)-র এই নিয়োগ হবে হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন ডিপো ও দফতরগুলিতে। হরিয়ানায় শূন্যপদের সংখ্যা ৩৮০টি এবং পঞ্জাবে শূন্যপদের সংখ্যা ৮৬০টি। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
ওয়াচম্যান: এই পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
পূর্বতন প্রাক্তন চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে: যাঁরা ২২ অগাস্ট ২০০২ তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত ৬ মাস কাজ করেছেন, এ ক্ষেত্রে পঞ্চম শ্রেণি পাশ প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)-র ওয়াচম্যান পদে নিযুক্ত কর্মীদের মূল মাইনে প্রতি মাসে ২৩,৩০০ টাকা থেকে ৬৪,০০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুবিধাও রয়েছে।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় পাস করার পর প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শেষে আবেদনকারীদের নথিপত্র যাচাই আর ডাক্তারি পরীক্ষা করা হবে।
এই নিয়োগের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের শারীরিক সক্ষমতার কোনও পরীক্ষা দিতে হবে না। লিখিত পরীক্ষার দিন-ক্ষণ সময় মতো জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার ১৫ দিন আগে http://fci.gov.in-এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদনের ফি: উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনের জন্য ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার সময়ই ফি জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থীরা ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে http://fci.gov.in-এই লিঙ্ক থেকে। ফি জমা দেওয়ার পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, পরবর্তীতে তা কাজে লাগবে। বাকি তথ্যের জন্য এই http://fci.gov.in-এই লিঙ্কে ক্লিক করুন।