ম্যানেজমেন্ট ট্রেনি (MT) এবং ডিজাইন ট্রেনি (DT) পদে মোট ৮৫ জনকে নিয়োগ করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই নিয়োগে বিই অথবা বিটেক পাশ প্রার্থীদের নেওয়া হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
৩টি বিভাগে ডিজাইন ট্রেনির মোট শূন্যপদের সংখ্যা ৩৮টি। ৫টি বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল)-এর মোট শূন্যপদের সংখ্যা ২২টি। ৩টি বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি (IMM)-এর মোট শূন্যপদের সংখ্যা ৫টি। আবার ৪টি বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি (MT)-এর মোট শূন্যপদের সংখ্যা ২০টি।
ডিজাইন ট্রেনি (DT) এবং ম্যানেজমেন্ট ট্রেনি (MT) (টেকনিক্যাল ও আইএমএম) প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের বা ইঞ্জিনিয়ারিং শাখার বিই অথবা বিটেক অথবা বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (MT) – এইচআর -এর ক্ষেত্রে স্নাতক ডিগ্রি প্রার্থীদের নির্ধারিত বিষয়গুলির যে কোনও একটিতে স্পেশ্যালাইজেশন সহ ২ বছরের রেগুলার বা পুরো সময়ের স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা এমবিএ অথবা এমএসডব্লু অথবা এমএ পাশ হতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (MT) – লিগ্যাল -এর ক্ষেত্রে (১০+২ পাশের পর ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স) রেগুলার কোর্সে আইনের স্নাতক ডিগ্রি অথবা আইনের পুরো সময়ের স্নাতক ডিগ্রি সহ রেগুলার কোর্সে স্নাতক ডিগ্রি হতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (MT) ফিনান্স -এর ক্ষেত্রে রেগুলার কোর্সে স্নাতক ডিগ্রিদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে সিএ অথবা আইসিডব্লুএ-র ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে।
উল্লেখিত সব পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২ মার্চ, ২০২২ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের বেতন মাসে ৪০,০০০ টাকা। প্রর্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে তফশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দিতে হবে NEFT অথবা IMPS -এর মাধ্যমে। আবেদন করতে হবে ২ মার্চের মধ্যে অনলাইনে https://hal-india.co.in ওয়েবসাইটের মাধ্যমে।