কারিগরী সহকারী (Technical Assistant) পদে মোট ১০০ জনকে নিয়োগ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস (IISc)। নিয়োগ করা হবে হিউম্যান রিসোর্স বিভাগে। নিয়োগের পরবর্তি ২ বছর প্রবেশন।
অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ বিটেক অথবা বিই অথবা বিআর্ক অথবা বিএসসি অথবা বিসিএ অথবা বিভি সায়েন্সের ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস-এর (IISc) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ২৬ বছরের মধ্যে হতে হবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস-এ (IISc) কারিগরী সহকারী (Technical Assistant) পদে নিযুক্তরা ২ বছর প্রবেশন কালে মাসে ২১,৭০০ টাকা করে বেতন পাবেন।
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অ্যাপ্টিটিউড টেস্টের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। সমস্ত পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।
আবেদন করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে। ইচ্ছুক প্রার্থীরা এই https://iisc.ac.in ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট বয়ানে উপযুক্ত নথি-পত্রের স্ক্যান কপি জমা দিয়ে আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তফশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও ট্রান্সজেন্ডারদের এই ফি দিতে হবে না।