পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে বেঙ্গল পোস্টাল সার্কেলে মোট ১২৪ জনকে নিয়োগ করা হবে। স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে সরাসরি। নির্ধারিত বয়ান পূরণ করে আবেদন করতে হবে।
বিভিন্ন ডিভিশন অথবা ইউনিট মিলিয়ে মোট ১২৪টি শূন্য আসনে নিয়োগ করা হবে। স্থানীয় ভাষা হিসেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা বা বাংলা ও নেপালি, সিকিমের ক্ষেত্রে নেপালি এবং আন্দামান-নিকোবরের ক্ষেত্রে ইংলিশ ও হিন্দি জানতে হবে।
নির্বাচিত প্রার্থীদের প্রথমে নিয়ম মেনে প্রবেশন, তারপর ট্রেনিং। ২৪ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
সব পদের ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন। এছাড়া ৩টি পদের ক্ষেত্রেই খেলোয়াড়রা তাঁদের ক্যাটেগরি অনুযায়ী সর্বাধিক ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ, মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা নীচে উল্লেখিত বিবরণ অনুযায়ী ক্রীড়াগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের হয়ে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে, রাজ্যের বা দেশের হয়ে জাতীয় বা আন্তর্জাতিক গেমস অথবা স্পোর্টসে, স্টেট স্কুল টিমের হয়ে জাতীয় গেমস অথবা স্পোর্টসে অংশগ্রহণ করে থাকতে হবে। ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের অধীনে ফিজিক্যাল এফিসিয়েন্সির জাতীয় পুরস্কার পেয়ে থাকতে হবে।
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। পোস্টম্যান পদে নিযুক্তদের মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে ক্রীড়াগত যোগ্যতার ওপর ভিত্তি করে। তবে যোগ্যতার অন্যান্য শর্তগুলি পূরণ হওয়া চাই। ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা করে CPMG WB CIRCLE SPORTS (National E-BILLER ID No. 0000070146)-এর অনুকূলে দিতে হবে ই-পেমেন্টের মাধ্যমে। আবেদন করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করে।
প্রসপেক্টাস-সহ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন www.indiapost.gov.in ওয়েবসাইটের “Recruitment of meritorious sportspersons in the cadre of Postal Assistant, Postman and Sorting Assistant in West Bengal Circle” লিঙ্ক থেকে। ২৪ ডিসেম্বরের মধ্যে দরখাস্ত পাঠাতে হবে খামে ভরে, স্পীড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে।
দরখাস্ত পাঠানোর ঠিকানা: O/o Chief Postmaster General, West Bengal Circle, Kolkata -700 012. আরও বিস্তারিত তথ্য পেতে www.indiapost.gov.in ওয়েবসাইটে অথবা পিডিএফ দেখুন।