আমাদের প্রত্যেকের জীবনই এখন প্রযুক্তি দিয়ে মোড়া। মোবাইল, কম্পিউটার থেকে শুরু করে একাধিক যন্ত্র আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলি ছাড়া জীবন ভাবাই যায় না।
কিন্তু নিয়মিত ব্যবহারের পরও এই সব যন্ত্রের ইতিহাস, এদের নাম সম্পর্কে আমরা খুব কম জানি। যার ফলে কেউ প্রশ্ন করলে যখন-তখন লজ্জার মুখোমুখি হতে হয়।
আর আজ এমনই এক যন্ত্রের নাম নিয়ে কথা বলছে চলেছি আমরা। আর এই যন্ত্রটির নামের ফুল ফর্ম সম্পর্কে আলোচনা হবে।
অনেকেই নিয়মিত ব্যবহার করেন কম্পিউটার। এই যন্ত্র ছাড়া যে কোনও কাজই হয় না। আর সেই যন্ত্রেরও যে ফুল ফর্ম রয়েছে, সেটা অনেকেই জানেন না।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। কম্পিউটার শব্দটির রয়েছে একটা ফুলফর্ম। আর আজকের নিবন্ধে সেটা সম্পর্কে জানাব আমরা।
COMPUTER-এর ফুল ফর্ম হল, Common Operating Machine Particularly Used for Technical Education and Research। আর এটা অনেক মানুষই জানেন না।
এছাড়া অনেকে মনে করেন, এর আরও একাধিক ফুলফর্ম রয়েছে। যেগুলি হল Commonly Operated Machine Purposely Used for Technological and Educational Research এবং Common Operating Machine Purposely Used for Technological and Educational Research।
আর কম্পিউটার কথাটি এসেছে কম্পিউট শব্দ থেকে। যার ফলে এটার কোনও অফিশিয়াল ফুল ফর্ম নেই।
তাই এখন থেকে কেউ যদি কম্পিউটারের ফুলফর্ম জিজ্ঞেস করেন, তাহলে ঘাবড়ে যাবেন না। বরং তাকে সটান দিয়ে দিন উত্তর।