Advertisement

শিক্ষা-দীক্ষা

Indian Army Agneepath Scheme: অগ্নিপথ স্কিমে সেনায় চাকরি চাই? রইল যোগ্যতা-বয়ঃসীমা-মাইনে-বিমা

Aajtak Bangla
  • 15 Jun 2022,
  • Updated 1:42 PM IST
  • 1/9

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য 'অগ্নিপথ নিয়োগ প্রকল্প' ঘোষণা করেছেন। এই প্রকল্প অনুযায়ী দেশের যুবক-যুবতীরা চার বছরের জন্য সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাবেন।

  • 2/9

এই প্রকল্পের অধীনে সেনাবাহিনীতে যোগদানকারী জওয়ানদের অগ্নিবীর বলা হবে। প্রতি চার বছরে প্রার্থীদের বিভিন্ন প্যাকেজে বেতন দেওয়া হবে। এর পাশাপাশি প্রার্থীরা বিমার সুবিধাও পাবেন।

  • 3/9

কারা অগ্নিবীর হতে পারবেন?
অগ্নিপথ যোজনার আওতায় পুরুষ ও মহিলা উভয় সেনায় যোগদানের সুবিধা পাবেন। উভয়ের জন্যই সেনাবাহিনীতে যোগদানের বয়স নির্ধারণ করা হয়েছে। অগ্নিপথ যোজনার আওতায় সেনাবাহিনীতে যোগদানের বয়সসীমা ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছর পর্যন্ত।
 

  • 4/9

অগ্নিপথ যোজনার আওতায় সেনায় যোগদানের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম দশম শ্রেণি পাস হতে হবে। সেনাবাহিনীর চিকিৎসা ও শারীরিক মানও নিয়োগের ক্ষেত্রে মান্যতা দেওয়া হবে। শুধুমাত্র এই মানদণ্ড পূরণকারী প্রার্থীদের অগ্নিবীর বলা হবে। 

  • 5/9

অগ্নিপথ যোজনার আওতায় কত দিনের প্রশিক্ষণ হবে?
এই প্রকল্পের অধীনে নিযুক্ত প্রার্থীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য প্রার্থীদের হলোগ্রাফিক্স, নাইট, ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত সৈনিক করা হবে। তথ্য অনুসারে, এই প্রকল্পের অধীনে, প্রার্থীদের ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
 

  • 6/9

বিমা কভার কত হবে?
অগ্নিপথ যোজনার আওতায় নিযুক্ত কোনও প্রার্থী যদি সেনাবাহিনীতে শহীদ হন, তবে তার পরিবারকেও বিমার সুবিধা দেওয়া হবে। সেবা তহবিলসহ প্রায় এক কোটি টাকা পাবে শহীদের পরিবার।
 

  • 7/9

শহীদ হওয়ার সময় যদি প্রার্থীরা যে পদে থাকবেন, তাদের চাকরির অবশিষ্ট বেতনও ওই হিসাবেই তাদের পরিবারকে দেওয়া হবে।

  • 8/9

পাশাপাশি, কোনও জওয়ান যদি তার দায়িত্ব চলাকালীন অক্ষম হয়ে পড়েন, তবে তিনি অক্ষমতার শতাংশের ভিত্তিতে ৪৪ লক্ষ টাকা পাবেন।

  • 9/9

সেই সঙ্গে তার বাকি দায়িত্বের পুরো বেতনও তাকে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার শীঘ্রই নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে।

Advertisement
Advertisement