প্রায় সারা বছরই ভারতীয় রেলের কোনও না কোনও শাখায় কোনও না কোনও পদে নিয়োগ চলতে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরির একটা বড় মাধ্যম হল রেল।
বহু মানুষই রেলে চাকরির প্রস্তুতি নেন এবং চেষ্টা করেন। এবার ফের একবার সেই ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ।
আগামী ১ বছরে রেলে ১ লক্ষরও বেশি নিয়োগ হবে (Railway Recruitment 2022) বলে জানা যাচ্ছে। বর্তমানে রেলে মোট শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৫৪৭। তার মধ্যে ১ লক্ষরও বেশি পদে আগামী ১ বছরের মধ্যেই নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।
এই বিষয়ে রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ (Darshana Jardosh) জানাচ্ছেন, 'প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যা বলেন তা করেন। আমারা যা সংকল্প করেছি তা পূরণ করব।'
তিনি আরও বলেন, যেখানে বুলেট ট্রেন (Bullet Train) তৈরি হচ্ছে সেখানে মানুষ অনেক সমালোচনা করেছেন, কিন্তু কেউ এটা বললেন না যে, সেখানে ১ লক্ষ মানুষের কর্মসংস্থানও হয়েছে।
আরও পড়ুন - 'KBC লটারি' চলছে WhatsApp-এ, লোভে পা দিলেই নিঃস্ব, কী সেটা?
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যেখানে উন্নয়ন হয়, সেখানে বাকি সিস্টেমও তৈরি হয়। শুধু সরকারি চাকরি নয়, যেখানেই বিকাশের রাজনীতি হয়, সেখানেই মানুষ কাজের সঙ্গে যুক্ত হন।