Advertisement

শিক্ষা-দীক্ষা

Indian Railway Recruitment 2021 : দশম পাশেই রেলে ১,৬০০-র বেশি চাকরির দারুণ সুযোগ

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 21 Nov 2021,
  • Updated 7:56 AM IST
  • 1/10

Indian Railway Recruitment 2021: যাঁরা রেলের চাকরি করতে চান, তাঁদের জন্য সুখবর। ভারতীয় রেলে কাজের সুযোগ রয়েছে। উত্তর-মধ্য রেলে অ্যাপ্রেন্সিটশপে কর্মী নিয়োগ করা হবে। এ ব্য়াপার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

  • 2/10

দেখা যাচ্ছে, সেখানে শূন্যপদের সংখ্য়া ১,৬৬৪। আগ্রহীরা রেলওয়ে ভর্তি সেল (আরআরসি বা RRC)-এর সরকারি ওয়েবসাইটে যেতে পারেন। এবং সেখানে আবেদন করতে পারেন।

  • 3/10

আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত সেখানে আবেদন করা যাবে। 

  • 4/10

এবার দেখে নেওয়া যাক, কোন কোন পদে নেওয়া হবে। সেখান বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

  • 5/10

এর মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, পেইন্টার, কারপেন্টার, মেকানিক, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইনফর্মেশন অ্যান্ড টেকনলজি সিস্টিম মেইনটেন্যান্স, স্টেনোগ্রাফার, ক্রেন অপারেটর, প্লাম্বার। এর পাশাপাশি রয়েছে অপারেটর ইলেট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, ওয়েব পেজ ডিজাইনার এবং অয়্যারম্যানের মতো পদে নিয়োগ করার পরিকল্পনা করেছেন রেল।

  • 6/10

ওই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, প্রয়াগরাজ ডিভিশনে মোট শূন্যপদের সংখ্যা ৭০৩, ঝাঁসি ডিভিশনে সেই সংখ্যা ৪৮০, ঝাঁসি ওয়ার্কশপে রয়েছে ১৮৫, আগরা ডিভিশনে ২৯৬।

  • 7/10

অ্য়াপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে যে ছাড় পাওয়ার কথা, তা থাকছে।

  • 8/10

এবার জেনে নেওয়া যাক শিক্ষার যোগ্যতার ব্যাপারে। স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাশ এবং ৫০ শতাংশ নম্বর থাকলেই হবে।
 

  • 9/10

আবেদকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই-এর কাগজপত্র বা অন্যান্য নির্ধারিত যোগ্যতার নথি থাকতে হবে। আবেদনের জন্য খরচ ১০০ টাকা। তবে এসসি, এসটি, আর্থিক ভাবে দুর্বল প্রার্থীদের জন্য আবেদন করতে কোনও খরচ লাগবে না। 

  • 10/10

সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারে। সরকারি নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

Advertisement
Advertisement