পোস্টাল ব্যাঙ্কে চাকরির দারুন সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য! কারণ, একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে এই সুযোগ হাতছাড়া করবেন না! চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...
ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার আর চিফ ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)।
IPPB বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৩টি শূন্যপদে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার আর চিফ ম্যানেজার নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইট টেস্ট নিতে পারে IPPB কর্তৃপক্ষ। এছাড়া ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ ছাড়াও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
অনলাইট টেস্ট, ইন্টারভিউয়ের কেন্দ্র, সময় ও তারিখ সম্পর্কে প্রার্থীদের আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে এই তথ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (IPPB) অফিশিয়াল ওয়েবসাইট (https://www.ippbonline.com) থেকে পাওয়া যাবে।
আবেদনের ফি: উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও PWD প্রার্থীদের ক্ষেত্রে এই ফি দিতে হবে না।
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই আবেদনের ফি জমা দেওয়া যাবে। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে IPPB-এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.ippbonline.com) ক্লিক করুন।