আপনার বয়স যদি ২৪ বছরের মধ্যে হয় আর আপনি যদি দশম শ্রেণি পাশ হয়ে থাকেন, তাহলে রেলে কাজের সুযোগ রয়েছে আপনার জন্য। রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ট্রেডে চার হাজারেরও বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল।
এ মাসের শুরু থেকেই অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম দশম শ্রেণি পাশ হলেই কাজের সুযোগ মিলতে পারে। চলুন এই নিয়োগের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
ডিজেল মেকানিক, মেকানিক, রেফিজ্রারেটর ও এসি মেকানিক, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, পেইন্টার, ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, MMTM আর MMW পদে মোট ৪১০৩টি আসনে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত ট্রেডগুলির ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হওয়া চাই।
শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি প্রার্থীদের কাছে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অথবা এসসিভিটি সার্টিফিকেট থাকা চাই। যাঁদের কাছে এই সার্টিফিকেট নেই, তাঁরা উল্লেখিত ট্রেডগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। তবে এই পদে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা যাঁদের কাছে আছে, তাঁরা এই পদগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশদের রেলওয়ের বিভিন্ন দফতর বা ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১-র আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চুক্তিভিত্তিতে কাজের সুযোগ রয়েছে।
যোগ্য প্রার্থীরা আগামী ৩ নভেম্বরের মধ্যে সাউথ সেন্ট্রাল রেলের অফিশিয়াল ওয়েবসাইট https://scr.indianrailways.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ফি সংক্রান্ত বিশদ জানতে ক্লিক করুন সাউথ সেন্ট্রাল রেলের অফিশিয়াল ওয়েবসাইটে।