একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (JCI)। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইনস্পেক্টর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করছে।
উল্লেখিত পদগুলিতে মোট ৬৩ জনকে নিয়োগ করবে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (JCI)। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি জরুরি বিষয়গুলি জেনে নেওয়া যাক...
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: এই পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা সমতুল্য ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং ইংরিজি টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
জুনিয়র ইনস্পেক্টর: এই পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য ডিগ্রি সহ পাশ এবং অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্ট্যান্ট: এই পদের ক্ষেত্রে অ্যাডভান্সড অ্যাকাউন্ট্যান্সি এবং বিশেষ বিষয় (স্পেশ্যাল সাবজেক্ট) হিসেবে অডিটিং সহ এমকম পাস এবং সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিকম পাশ এবং সঙ্গে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীদের বয়স ১ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট পদের বেতন ২৮,৬০০ টাকা থেকে ১,১৫,০০০ টাকা। বাকি দুটি পদের বেতন ২১,৫০০ টাকা থেকে ৮৬,৫০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে। আবেদনের ফি বাবদ প্রার্থীদের ২০০ টাকা করে দিতে হবে। তবে তফশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের এই ফি দিতে হবে না।
আবেদন করতে হবে ১৩ জানুয়ারির মধ্যে অনলাইনে https: //www.jutecorp.in ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে অথবা পিডিএফে।