বিজ্ঞপ্তির দিয়ে রেডিওগ্রাফার, স্টাফ নার্স (গ্রেড-১ আর গ্রেড-২), জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট, রিসেপশনিস্ট পদে একাধিক জনকে নিয়োগ করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। যোগ্যতা অনুযায়ী নার্স নিয়োগ করা হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি-র দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২টি শূন্য পদে উল্লেখিত বিভাগগুলিতে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কত জনকে নিয়োগ করা হবে, চলুন সে সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
রেডিওগ্রাফার: এই পদে মোট আসন সংখ্যা ১টি। প্রার্থীর বিজ্ঞান বিভাগের রেডিওগ্রাফিতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নার্সিং সিস্টার (গ্রেড-১): এই পদে মোট আসন সংখ্যা ১টি। বি.এসসি নার্সিং পাশ পার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্টাফ নার্স (গ্রেড-২): এই পদে মোট আসন সংখ্যা ৬টি। উচ্চমাধ্যমিক পাশ অথবা বি.এসসি নার্সিং পাশ পার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: এই পদে মোট আসন সংখ্যা ২টি। বাণিজ্য বিভাগে স্নাতক হলে এই পদের আবেদন করা যেতে পারে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের অডিটের অভিজ্ঞতা থাকা জরুরি। এর সঙ্গেই মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকা চাই। সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
রিসেপশনিস্ট: এই পদে মোট আসন সংখ্যা ২টি। ন্যূনতম স্নাতক হলে এই পদের আবেদন করা যেতে পারে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে http://www.nih.nic.in এই ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। তবে অসম, ত্রিপুরা, সিকিম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, লাদাখ, আন্দামান ও নিকোবর বা লাক্ষাদ্বীপের প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
প্রার্থীদের http://www.nih.nic.in এই ওয়েবসাইট গিয়ে আবেদন করার পর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, জিই ব্লক, সেক্টর ৩, সল্টলেক, কলকাতা: ৭০০১০৬’ —এই ঠিকানায়। আবেদনের ফি বাবদ প্রার্থীকে ১,০০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে। এই নিয়োগের আরও তথ্যের জন্য http://www.nih.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।