Advertisement

শিক্ষা-দীক্ষা

Oil India Ltd Recruitment 2021: মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ করছে Oil India Ltd; বেতন ৩৭,৫০০ টাকা

Aajtak Bangla
  • 16 Nov 2021,
  • Updated 10:31 AM IST
  • 1/9

আপনি কি মাধ্যমিক বা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ? আপনার বয়স কি ৩০ বছরের মধ্যে? তাহলে মাসে অন্তত ৩৭,৫০০ টাকা বেতনের চাকরি করার সুযোগ রয়েছে আপনার সামনে!

  • 2/9

ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) পদে ১৪৬ জন কর্মী নিয়োগ করছে অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Ltd)। ইচেছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 3/9

সিভিল, কেমিক্যাল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ডিসিপ্লিনে সব মিলিয়ে মোট ১৪৬টি শূন্যপদে ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) নিয়োগ করা হচ্ছে।

  • 4/9

উল্লেখিত সকল ডিসিপ্লিনেই ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) নিয়োগ করা হবে অসমের ইউনিটের জন্য। এই নিয়োগের প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তির টেস্টের (সিবিটি) মাধ্যমে।

  • 5/9

আবেদনকারীর বয়সসীমা ও বেতন: আবেদনকারীদের বয়স ৯ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মাসিক বেতন ৩৭,৫০০ টাকা থেকে ১,৪৫,০০০ টাকা।

  • 6/9

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ হওয়া চাই।

  • 7/9

ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) পদের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ৩ বছরের ডিপ্লোমার সংশাপত্র থাকতে হবে।

  • 8/9

আবেদনের ফি: জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। তফশিলি জাতি-উপজাতি, আর্থিক ভাবে দুর্বল, প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী প্রার্থীদের এই ফি দিতে হবে না।

  • 9/9

ইচ্ছুক প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে https://www.oil-india.com/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে। এই নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অথবা পিডিএফে।

Advertisement
Advertisement