শতাধিক শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করছে কাপুরথলার রেল কোচ ফ্যাক্টরি। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী নিযুক্তদের ট্রেনিং দেওয়া হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক...
ওয়েল্ডার, ফিটার, কার্পেন্টার সহ বিভিন্ন বিভাবে ১২৪ জনকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। এর মধ্যে ফিটার হিসাবে ৪ জনকে, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) হিসাবে ১ জনকে, মেশিনিস্ট পদে ১৩ জনকে, পেইন্টার (জি) পদে ১৫ জনকে, মোটর মেকানিক পদে ৩ জনকে, ইলেক্ট্রিশিয়ান হিসাবে ৭ জনকে, ইলেক্ট্রনিক্স মেকানিক পদে ৯ জনকে আর এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক হিসাবে ১ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীদের স্বীকৃত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল সার্টিফিকেট থাকলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা: এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এরপর প্রার্থীদের নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে www.rcf.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।
আবেদনের ফি-ও অনলাইনেই জমা দিতে হবে। ফি দেওয়ার পর ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে। তফসিলি জাতি-উপজাতি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।