Advertisement

শিক্ষা-দীক্ষা

Visva-Bharati University Lecture Series : বিশ্বভারতীর লেকচার সিরিজে ডাক বিজেপি নেতাকে, প্রতিবাদে SFI

ভাস্কর মুখোপাধ্যায়
  • শান্তিনিকেতন,
  • 21 Jan 2022,
  • Updated 11:31 AM IST
  • 1/10

Visva-Bharati University Lecture Series: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এর লেকচার সিরিজে এক বিজেপি সাংসদকে ডাকা হয়েছে। আর এ নিয়ে ক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। ওই শিক্ষা প্রতিষ্ঠানকে বিজেপির আখড়া করতে চাইছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা

  • 2/10

জানা গিয়েছে, বিশ্বভারতী (Visva-Bharati University)-র লেকচার সিরিজে বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে (BJP MP Vinay Sahasrabuddhe)-কে ডাকা হয়েছে বলে অভিযোগ করল এসএফআই। আর সেই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করল বিশ্বভারতীর বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)।

আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে

  • 3/10

তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশ্বভারতী (Visva-Bharati University) কর্তৃপক্ষ এই লেকচার সিরিজকে রাজনৈতিক নেতাদের বারবার আমন্ত্রণ জানিয়ে বিশ্বভারতী (Visva-Bharati University)-কে বিজেপির আখড়া করতে চাইছেন। 

আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক

  • 4/10

একই ভাবে বিশ্বভারতী অধ্যাপক সংগঠন ভিবিউফা উপাচার্যের একাধিক বেনিয়ম উপাচার্যের একাধিক বেআইনি কাজের উল্লেখ করে বিনয় সহস্রবুদ্ধকে চিঠি দিয়েছে।

আরও পড়ুন: এসএমএস হেডার, প্রতারণার নয়া ছক, বাঁচবেন যেভাবে...

  • 5/10

সেখানে অভিযোগ করা হয়েছে উপাচার্য তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। যাঁরা তাঁর অন্যায় কাজের বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। 

আরও পড়ুন: শুধু প্রধানমন্ত্রী পান এসপিজি নিরাপত্তা, দৈনিক খরচ ১.১৭ কোটি টাকা

  • 6/10

অভিযোগ, বিনয় সহস্রবুদ্ধে (BJP MP Vinay Sahasrabuddhe) কেন্দ্রের এডুকেশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন। সেই কমিটির একাধিক সদস্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীকে অভিযোগ করেছেন। 

আরও পড়ুন: দেড় কোটি অ্য়াকাউন্টে ঢুকেছে আইটি রিফান্ড, এভাবে চেক করুন নিজের স্টেটাস

  • 7/10

প্রসঙ্গত, বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বভারতী (Visva-Bharati University) গত কয়েক বছর ধরে লেকচার সিরিজ হয়ে আসছে। 

 

  • 8/10

এবার লেকার সিরিজে আইসিসিআর-এর চেয়ারপার্সন বিনয় সহস্রবুদ্ধে (BJP MP Vinay Sahasrabuddhe)-কে ডাকা হয়েছে। তিনি বর্তমানে বিজেপি সাংসদ এবং কেন্দ্রের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন। 

  • 9/10

বিশ্বভারতী (Visva-Bharati University)-র ছাত্র সংগঠন এসএফআই (SFI) নেতা সোমনাথ সৌ দাবি করেন, উপাচার্য নিজের স্বার্থে বিজেপি নেতাদের ডাকছেন এই লেকচার সিরিজে। এবার বিজেপির সাংসদ বিনয় সহস্রবুদ্ধ (BJP MP Vinay Sahasrabuddhe)-কে ডাকা হয়েছে। কিন্তু সেটা নিমন্ত্রণ পত্রে উল্ল্যেখ করা হয়নি।  

 

  • 10/10

এই বিষয়ে বিশ্বভারতী (Visva-Bharati University)-র ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

Advertisement
Advertisement