Visva-Bharati University Lecture Series: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এর লেকচার সিরিজে এক বিজেপি সাংসদকে ডাকা হয়েছে। আর এ নিয়ে ক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। ওই শিক্ষা প্রতিষ্ঠানকে বিজেপির আখড়া করতে চাইছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা
জানা গিয়েছে, বিশ্বভারতী (Visva-Bharati University)-র লেকচার সিরিজে বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে (BJP MP Vinay Sahasrabuddhe)-কে ডাকা হয়েছে বলে অভিযোগ করল এসএফআই। আর সেই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করল বিশ্বভারতীর বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)।
আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে
তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশ্বভারতী (Visva-Bharati University) কর্তৃপক্ষ এই লেকচার সিরিজকে রাজনৈতিক নেতাদের বারবার আমন্ত্রণ জানিয়ে বিশ্বভারতী (Visva-Bharati University)-কে বিজেপির আখড়া করতে চাইছেন।
আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক
একই ভাবে বিশ্বভারতী অধ্যাপক সংগঠন ভিবিউফা উপাচার্যের একাধিক বেনিয়ম উপাচার্যের একাধিক বেআইনি কাজের উল্লেখ করে বিনয় সহস্রবুদ্ধকে চিঠি দিয়েছে।
আরও পড়ুন: এসএমএস হেডার, প্রতারণার নয়া ছক, বাঁচবেন যেভাবে...
সেখানে অভিযোগ করা হয়েছে উপাচার্য তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। যাঁরা তাঁর অন্যায় কাজের বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
আরও পড়ুন: শুধু প্রধানমন্ত্রী পান এসপিজি নিরাপত্তা, দৈনিক খরচ ১.১৭ কোটি টাকা
অভিযোগ, বিনয় সহস্রবুদ্ধে (BJP MP Vinay Sahasrabuddhe) কেন্দ্রের এডুকেশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন। সেই কমিটির একাধিক সদস্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীকে অভিযোগ করেছেন।
আরও পড়ুন: দেড় কোটি অ্য়াকাউন্টে ঢুকেছে আইটি রিফান্ড, এভাবে চেক করুন নিজের স্টেটাস
প্রসঙ্গত, বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বভারতী (Visva-Bharati University) গত কয়েক বছর ধরে লেকচার সিরিজ হয়ে আসছে।
এবার লেকার সিরিজে আইসিসিআর-এর চেয়ারপার্সন বিনয় সহস্রবুদ্ধে (BJP MP Vinay Sahasrabuddhe)-কে ডাকা হয়েছে। তিনি বর্তমানে বিজেপি সাংসদ এবং কেন্দ্রের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন।
বিশ্বভারতী (Visva-Bharati University)-র ছাত্র সংগঠন এসএফআই (SFI) নেতা সোমনাথ সৌ দাবি করেন, উপাচার্য নিজের স্বার্থে বিজেপি নেতাদের ডাকছেন এই লেকচার সিরিজে। এবার বিজেপির সাংসদ বিনয় সহস্রবুদ্ধ (BJP MP Vinay Sahasrabuddhe)-কে ডাকা হয়েছে। কিন্তু সেটা নিমন্ত্রণ পত্রে উল্ল্যেখ করা হয়নি।
এই বিষয়ে বিশ্বভারতী (Visva-Bharati University)-র ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।