ব্যাঙ্কে চাকরি করতে চান যাঁরা, তাঁদের জন্য দারুণ সুযোগ। স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারেন। ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬৫ জনকে নেওয়া হবে। প্রার্থীরা আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিন।
SBI SCO Vacancy 2022 : শূন্যপদের বিবরণ
ম্যানেজার (প্রজেক্ট-ডিজিটাল পেমেন্ট) : ০৫ টি পদ
ম্যানেজার (প্রোডাক্টস-ডিজিটাল পেমেন্ট/কার্ডস) : ০২ টি পদ
ম্যানেজার (প্রজেক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম) : ০২ টি পদ
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) : ৫৫ টি পদ
সার্কেল অ্যাডভাইজার : ১ টি পদ
মোট শূন্যপদ : ৬৫
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের বয়স কমপক্ষে ২৫ ও ২৮ এবং সর্বোচ্চ ৩৫ ও ৬২-র মধ্যে হতে হবে। পদ অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পরিমান আলাদা।
নির্বাচন প্রক্রিয়া
শর্ট লিস্টিং ও ইন্টারেকশানের মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে প্রার্থীদের। তবে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ ১০০ নম্বরের হবে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি ও ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। তবে এসসি, এসটি ও পিডব্লুটি প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে। অনলাইনে করতে হবে পেমেন্ট।
বেতন কত?
ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ৬৩৮৪০-১৯৯০/৫-৭৩৭৯০-২২২০/২-৭৮২৩০। এছাড়াও ডিএ, এইচআরএ, পিএফ, চিকিৎসা সুবিধা-সহ অন্যান্য সুবিধাও পাবেন সফল প্রার্থীরা। সার্কেল অ্যাডভাডার পদে প্রতি বছর মিলবে ১৯.৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন - রাজ্যে আতঙ্ক বাড়িয়েছে ডেঙ্গি, রইল মশা প্রতিরোধের ঘরোয়া উপায়