Advertisement

শিক্ষা-দীক্ষা

SEBI Recruitment 2022: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে SEBI, বেতন ৫৫,৬০০ টাকা!

Aajtak Bangla
  • 08 Jan 2022,
  • Updated 1:49 PM IST
  • 1/9

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১২০ জনকে নিয়োগ করছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। নিয়োগ করা হবে জেনারেল, লিগ্যাল, রিসার্চ সহ বিভিন্ন বিভাগে।

  • 2/9

জেনারেল: মোট শূন্যপদের সংখ্যা ৮০টি। যে কোনও শাখার স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা আইন অথবা ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রিধারী হলে অথবা সিএ অথবা সিএফএ অথবা সিএস অথবা সিডব্লিউএ হলে আবেদন করতে পারেন।

  • 3/9

ইনফর্মেশন টেকনোলজি: মোট শূন্যপদের সংখ্যা ১৪টি। ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রনিক্স অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইনফর্মেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা অথবা যে কোনও শাখার স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা কম্পিউটার অথবা ইনফর্মেশন টেকনোলজির ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।

  • 4/9

রিসার্চ: মোট শূন্যপদের সংখ্যা ৭টি। স্ট্যাটিস্টিক্স অথবা কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স) অথবা ইকনোমেট্রিক্স-এর স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারেন। লিগ্যাল: মোট শূন্যপদের সংখ্যা ১৬টি। আইনের ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারেন।

  • 5/9

অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ: মোট শূন্যপদের সংখ্যা ৩টি। হিন্দির স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা স্নাতক স্তরে হিন্দি একটি বিষয় নিয়ে পরে থাকলে অথবা সংস্কৃত অথবা ইংলিশ অথবা ইকনমিক্স অথবা কমার্সের স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা স্নাতক স্তরে হিন্দি একটি বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন।

  • 6/9

আবেদনকারীদের বয়স ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীদের জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৯২ বা তার পরে। উল্লেখিত পদগুলির মূল বেতন ২৮,১৫০ টাকা থেকে ৫৫,৬০০ টাকা।

  • 7/9

প্রার্থী বাছাই করা হবে দুটি পর্বে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্বের পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্বের ইনফর্মেশন টেকনোলজির দ্বিতীয় পত্রের ছাড়া বাকি পদের পরীক্ষা হবে ২০ মার্চ এবং ইনফর্মেশন টেকনোলজির দ্বিতীয় পত্রের বিষয়ের পরীক্ষা হবে ৩ এপ্রিল। প্রথম পর্বের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের- কলকাতা, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি। ত্রিপুরার-আগরতলা, অসমের- গুয়াহাটি, ডিব্রুগড়। এছাড়া দেশের অন্যান্য রাজ্যে পরীক্ষা কেন্দ্র আছে।

  • 8/9

তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের প্রি-এক্সামিনেশন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত কলম পূরণ করতে হবে। এই প্রশিক্ষণ হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ।

  • 9/9

আবেদন করতে হবে ২৪ জানুয়ারির মধ্যে অনলাইনে https://www.sebi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের ফি বাবদ ১,০০০ টাকা (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা) দিতে হবে। এই বিষয়ে আরও খুঁটিনাটি জানতে এই https://www.sebi.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন।

Advertisement
Advertisement