Advertisement

শিক্ষা-দীক্ষা

SPMCIL Recruitment 2022: মাধ্যমিক পাশেই টাকশালে চাকরির সুযোগ; বেতন ৬৭,৩৯০ টাকা!

Aajtak Bangla
  • 28 Dec 2021,
  • Updated 11:13 AM IST
  • 1/9

সুবর্ণ যুযোগ! একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (SPMCIL) একটি শাখা। বয়স ২৫ বছরের মধ্যে হলে আর ন্যূনতম দশম শ্রেণি পাশ হলে এই নিয়োগের খুঁটিনাটি জেনে নিয়ে আবেদন করতে পারেন...

  • 2/9

জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং) এবং ফায়ারম্যান (আরএম) পদে মোট ২৭ জনকে নিয়োগ করতে চলেছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL)।

  • 3/9

নিযুক্ত কর্মীদের ভারতের যে কোনও রাজ্যে বদলি অথবা নিয়োগ করা হতে পারে। এই নিয়োগ হবে ডব্লিউ-১ লেভেল পদে। জেনে নিন কোন পদে কত জনকে নেওয়া হবে এবং ওই পদের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে।

  • 4/9

ফায়ারম্যান (আর এম): মোট শূন্যপদের সংখ্যা ২টি। মাধ্যমিক অথবা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ, স্বীকৃত ইনস্টিটিউট থেকে পাওয়া ফায়ারম্যান ট্রেনিংয়ের শংসাপত্র থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং দুচোখেই ফুল ফিল্ড ভিশন থাকতে হবে। তির্যক দৃষ্টি, বর্ণান্ধতা ইত্যাদি সমস্যা থাকলে আবেদন করা যাবে না।

  • 5/9

জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং): মোট শূন্যপদের সংখ্যা ২৫টি। প্রিন্টিং ট্রেডের পুরো সময়ের (রেগুলার কোর্সে) আইটিআই শংসাপত্র থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রেও প্রার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু আবশ্যিক শর্ত রয়েছে।

  • 6/9

বয়সসীমা ও বেতন: উল্লেখিত দুই পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হওয়া চাই। এই দুই পদে নিযুক্তদের মাসিক বেতন ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

  • 7/9

নিয়োগ পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। ১৬০ নম্বরের এই অনলাইন পরীক্ষায় জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ে মোট ১৬০টি ১ নম্বরের প্রশ্ন থাকবে। উত্তর দেওয়ার জন্য মোট দেড় ঘণ্টা (৯০ মিনিট) সময় পাবেন প্রার্থীরা। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।

  • 8/9

চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পরীক্ষা হবে ২০২২-এর ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ এবং নয়া দিল্লিতে।

  • 9/9

ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে আবেদন জানাতে হবে। রেজিস্ট্রেশন ও আবেদন জানাতে হবে http://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের ফি বাবদ জমা দিতে হবে ৬০০ টাকা (সঙ্গে জুড়বে ব্যাঙ্ক চার্জ)। তবে তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি বাবদ জমা দিতে হবে ২০০ টাকা। আবেদন জানানোর পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://spphyderabad.spmcil.com ওয়েবসাইটে বা পিডিএফে।

Advertisement
Advertisement