Advertisement

শিক্ষা-দীক্ষা

Supari In English: পানের সঙ্গে খাওয়া মাস্ট! জানেন, সুপারিকে ইংরাজিতে কী বলে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2025,
  • Updated 8:08 PM IST
  • 1/9

সুপারি এমন একটি ফল, যা খুবই পরিচিত। পানের সঙ্গে ছোট- বড় আকারের সুপারি খেতে অনেকেই পছন্দ করেন।  

  • 2/9

এটি প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, বিশেষত এশিয়া, পূর্ব আফ্রিকা ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন কিছু অঞ্চলে দেখা যায়। সুপারি এরিকাসিয়া পরিবারের এরিকা গণের একটি ফল।

  • 3/9

সুপারি মূলত পান সাজানোর জন্যই ব্যবহার করা হয়, কিন্তু এর রয়েছে আরও অনেক গুণ। 

  • 4/9

তবে জানেন ইংরাজিতে সুপারিকে কী বলা হয়? অনেক শিক্ষিত মানুষও জানেন না।  

  • 5/9

সুপারিকে ইংরাজিতে বিটল নাট (Betel Nut) নামে পরিচিত।  

  • 6/9

এই ফলের অনেক উপকারিতা রয়েছে। দাঁত ও মাড়ি ভাল রাখতে এর ব্যবহার হয়, ক্যাভিটির সমস্যা দূর করে সুপারি। 

  • 7/9

কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যায় সুপারি খেলে উপকার হতে পারে। সুপারি খেলে হজমের কার্যকারিতাও উন্নত হয়।

  • 8/9

ক্রিমি, রক্ত আমাশয়, অজীর্ণ ইত্যাদি রোগ নিরাময়েও সুপারি উপকারী। মন ভাল রাখতে সুপারির জুড়ি মেলা ভার। 
 

  • 9/9

মাংসপেশির শক্তি ও বাকশক্তি উন্নত হয় সুপারি খেলে। পুরুষদের যৌনক্ষমতা বাড়াতেও এই ফল কার্যকরী।  

Advertisement
Advertisement