বৃহস্পতিবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ দুপুর ৩টের সময় আনুষ্ঠানিকভাবে দ্বাদশ শ্রেণির ফলাফল বের করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতিতে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণের ব্যবস্থা করা হয়েছে।
এ দিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারছেন পরীক্ষার্থীরা। মোট ৯টি ওয়েবসাইটে জানান হচ্ছে ফল। তবে পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন শুক্রবার থেকে।
এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৪৯৯, প্রথম দশে রয়েছেন ৮৬ জন পড়ুয়া। এ বছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এ বার কোনও মেধাতালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে তিনটি পর্যায়ে ভেঙে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে। ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরাই এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যে চারটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে, তা বেছে নম্বর যোগ করে, তার ৪০ শতাংশ নম্বর নেওয়া হয়েছে এবারের মার্কশিটের প্রথম অংশে। এই নম্বর প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই এক থাকবে।
এর পর একাদশ শ্রেণির বার্ষিক লিখিত পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ৬০ শতাংশের উপর নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ, মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় যদি কোনও পরীক্ষার্থী ৭০ নম্বর পেয়ে থাকেন, তাহলে তার ৬০ শতাংশ বা ৪২ নম্বরের মধ্যে পড়ুয়ার প্রাপ্ত নম্বর ধরা হয়েছে।
এর পর বাকি রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষার ৩০ নম্বর। দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যালে পড়ুয়ারা যে নম্বর পেয়েছে, সেই নম্বরের পুরোটাই যোগ হবে এবারের মার্কশিটের সঙ্গে। এই তিন পর্যায়ে নম্বর যোগ করে একেকটি বিষয়ের মোট নম্বর বসানো হয়েছে উচ্চমাধ্যমিকের মার্কশিটে।
পরীক্ষায় প্রাপ্ত নম্বরে পড়ুয়ারা সন্তুষ্ট না হলে তা রিভিউ করা যাবে। নিয়ম মেনে আগামী ২৬ তারিখের মধ্যে ওই আবেদনপত্র সংসদের অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দিতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আবেদনপত্রের সঙ্গে একাদশ শ্রেণির উত্তরপত্রও জমা দিতে হবে।