শুক্রবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Results 2021) ফলাফল।
আগামিকাল দুপুর ২টো ৩০ মিনিট থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
করোনার বাধা কাটিয়ে রাজ্যে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর মহামারীর আবহে প্রথমবার পরীক্ষা কেন্দ্রে বসে খাতায় কলমে প্রবেশিকা পরীক্ষা (WBJEE) দেন পরীক্ষার্থীরা।
প্রাথমিক ভাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছিল ১৭ জুলাই। এ বছর প্রায় ৯২,০০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।
জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা শেষ হওয়ার ২০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পড়ুয়ারা যাতে ভিন রাজ্যে না যান, সে জন্য এ বার ১৫ সেপ্টেম্বরের মধ্যেই তিন দফার কাউন্সেলিং শেষ করা হবে।