উৎসবের মরসুমে রাজ্যে সরকারি চাকরির সুযোগ! কারণ, সম্প্রতি একাধিক শূন্যপদে নিয়োগর বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
সব মিলিয়ে মোট ৮টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)। এই নিয়োগ হচ্ছে মোহবনি ডেভেলপমেন্ট অথরিটি রিক্রুটমেন্ট ২০২১ সালের জন্য।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, লোয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাফটম্যান পদে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ।
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি, ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশ হওয়া প্রয়োজন। কোন পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত, তা জানতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
বয়সসীমা: উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের আগামী ৪ নভেম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের যাবতীয় নথি আবেদনের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ জমা দিতে হবে।