Advertisement

শিক্ষা-দীক্ষা

Railway Recruitment 2021 : রেলে অ্যাপ্রেন্টিস পদে ভর্তি, পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Oct 2021,
  • Updated 10:16 AM IST
  • 1/10

Railway Recruitment 2021: সরকারি চাকরি খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য ভাল খবর। রেলে চাকরির সুযোগ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য রেলের রেলওয়ে ভর্তি সেল (RRC WCR) ট্রেড অ্যাপ্রেন্টিস নেবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২,২২৬। 

  • 2/10

আগ্রহীরা পশ্চিম-মধ্য রেলের সরকারি ওয়েবসাইট wrc.indianrailways.gov.in দেখতে পারেন। সেখনে অনলাইনে আবেদন করার ব্যবস্থা রয়েছে।

  • 3/10

আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোমবার, ১১ অক্টোবর থেকে আবেদন কার যাচ্ছে। আর তার শেষ দিন ১০ নভেম্বর।

  • 4/10

এবার জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা হবে। ডিজেল মেকানিক, ফিটার, ওয়েল্ডার, টার্নার, কার্পোরেটর, পেন্টর, মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, পাম্প অপারেটর, হোটেল ক্লার্ক, হাউজ কিপার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অয়্যারমেন-সহ আরও বেশ কিছু পদ রয়েছে।  

  • 5/10

প্রাথীদের যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। সেইসঙ্গে থাকতে হবে ৫০ শতাংশ নম্বর। এর পাশাপাশি আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে। তা হল সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করতে হবে। যা এনসিভিটি বা এসসিভিটি (NCVT/SCVT) স্বীকৃত।

  • 6/10

বেছে নেওয়ার প্রক্রিয়া
এখানে বেছে নেওয়া হবে দশম শ্রেণিতে পাওয়া নম্বরের ভিত্তিতে।

  • 7/10

তাঁদের নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা বা মেরিট লিস্ট। আর তারপর সেখান থেকে ডাকা হবে। তখন তাঁদের ডকুমেন্ট বা অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে।

  • 8/10

বয়সের সীমা
আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর। আর সর্বোচ্চ বয়স ২৪ বছরের কম। তবে ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য বয়সে ৩ বছর এবং এসসি, এসটিদের জন্য ৫ বছর এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য ১০ বছরের ছাড় রয়েছে।

  • 9/10

আবেদনের খরচ
এর জন্য আবেদন করতে খরচ পড়বে ১০০ টাকা। তবে এসসি, এসটি, মহিলাদের জন্য কোনও খরচ লাগবে না।

Advertisement
Advertisement