Advertisement

শিক্ষা-দীক্ষা

WB Asha Worker Recruitment: মাধ্যমিক পাশেই শতাধিক আশাকর্মী নিয়োগ! আবেদন ১৩ ডিসেম্বরের মধ্যে

Aajtak Bangla
  • 03 Dec 2021,
  • Updated 5:12 PM IST
  • 1/7

মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য মোট ১৬৪ জন মহিলা আশাকর্মী (Accredited Social Health Activist [ASHA]) নিয়োগ করা হচ্ছে। বিবাহিত, বিধবা অথবা আইনত বিবাহবিচ্ছিন্নারাই এই নিয়োগে আবেদন করতে পারবেন।

  • 2/7

হুগলি সদর, আরামবাগ, শ্রীরামপুর ও চন্দননগর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য মহিলা আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। সংশ্লিষ্ট মহকুমাশাসকের কার্যালয়গুলির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে।

  • 3/7

আশা কর্মীর মোট ১৬৪ শূন্যপদের মধ্যে হুগলি সদর মহকুমার ৫টি ব্লকের জন্য ৫১টি আসন, চন্দননগর সাব-ডিভিশনে ৩টি ব্লক মিলিয়ে মোট ৩৫টি আসন, আরামবাগ সাব-ডিভিশনের ৬টি ব্লকের ৩৪টি আসন এবং শ্রীরামপুর সাব-ডিভিশনের ৪টি ব্লকের জন্য ৪৪টি আসন রয়েছে।

  • 4/7

এলাকার স্থায়ী স্থানীয় বাসিন্দারাই এই আশা কর্মীর নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় বসেছেন বা পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।

  • 5/7

মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড-১ এবং গ্রেড-২ সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিঙ্ক ওয়ার্কাররা, বিভাগীয় শংসাপত্র জমা দিলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

  • 6/7

যাবতীয় প্রমণপত্র-সহ আবেদনপত্রটি ডাক যোগে অথবা নিজে গিয়ে ড্রপ বক্সে সংশ্লিষ্ট বিডিও অফিসে, ১৩ ডিসেম্বর, বিকেল সাড়ে ৫টার মধ্যে জমা দিতে হবে।

  • 7/7

এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে সরকারি ওয়েবসাইটে নজর রাখতে হবে। ওয়েবসাইটটি হল, hooghly.nic.in/notice_category/recruitment/। আবেদনপত্র সরকারি ছুটির দিন ছাড়া জমা দিতে হবে।

Advertisement
Advertisement