Advertisement

শিক্ষা-দীক্ষা

West Bengal Higher Education : ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় কবে থেকে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2021,
  • Updated 3:06 PM IST
  • 1/16

West Bengal Higher Education: ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল। ঠিক হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হবে। তবে স্নাতক বা স্নাতকোত্তরে কী হবে, এই প্রশ্ন ছিলই। রাজ্য শিক্ষা দফতর ঠিক করেছে, সেখানেও পঠনপাঠন শুরু করা হবে। সেখানে অনলাইনে ক্লাস চালু করা হবে। 

  • 2/16

মমতার ঘোষণা
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, স্কুল চালু হচ্ছে। ১৬ নভেম্বর থেকে ফের পঠন-পাঠন চালু করে দেওয়া হবে।

  • 3/16

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়ে উঠেছেন, স্কুলকে জীবাণুমুক্ত করার কাজে। শারীরিক দূরত্বওবিধি মেনে এবং করোনাবিধি মেনে কী করে পঠনপাঠন চালানো যায়, সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন তাঁরা। ঠিক করা হয়েছে, এক বেঞ্চে দু'জন করে পড়ুয়া বসতে পারবে। 

  • 4/16

স্নাতক স্তরেও
স্কুলের পর এরপর উচ্চশিক্ষা দপ্তরও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

  • 5/16

সেখানে বলা হয়েছে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্নাতক, স্নাতকোত্তর এবং তার পরের উচ্চতর ক্ষেত্রে অফলাইনে পঠন-পাঠন শুরু করা হবে।

  • 6/16

এবং তা চালু করে দেওয়া হবে ১৬ নভেম্বর থেকে। তাই সব কলেজ-বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং জীবাণুমুক্ত করার।

  • 7/16

সে সব কাজ যাতে নভেম্বরের প্রথম সপ্তাহে করে ফেলা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক এবং শিক্ষা কর্মীদের ১ নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

  • 8/16

হোস্টেল
যেখানে দরকার সেখানে হোস্টেল খুলে দেওয়া যেতে পারে। তবে কোভিড নিয়ম কড়া ভাবে পালন করতে হবে।

  • 9/16

স্টাফ স্পেশাল ট্রেনে কর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পাশ ইস্যু করতে পারেন না। 

  • 10/16

এই নির্দেশিকা সব বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

  • 11/16

স্কুল খোলার ব্য়াপারে নির্দেশিকা
স্কুল খোলার ব্যাপারে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের ক্লাসের পঠন-পাঠন শুরু হবে। 

  • 12/16

যেহেতু স্কুল দীর্ঘ সময় বন্ধ হয়ে পড়ে রয়েছে, তাই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

  • 13/16

জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা)-কে নোডাল অফিসার নিয়োগ করে স্কুল খোলার ব্যাপারে দেখতে হবে। স্কুল খোলার জন্য যা যা পদক্ষেপ করার তা ৩০ অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে। 

  • 14/16

শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নভেম্বরের ১ তারিখ থেকে স্কুলে আসার জন্য বলা হয়েছে। 

  • 15/16

রাজ্য স্তরের নোডাল অফিসার হয়েছেন স্কুল শিক্ষা কমিশনার এ এন বিশ্বাস। এ ব্য়াপারে কোনও তথ্য জানার থাকলে, তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • 16/16

এ ক্ষেত্রেও স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার জন্য স্কুলপ্রধান পাশ ইসু করতে পারবেন।

Advertisement
Advertisement