Advertisement

শিক্ষা-দীক্ষা

HS Exam 2022: অফলাইনে উচ্চমাধ্যমিক, পরীক্ষার আগে মানতেই হবে যে বিধি-নিষেধগুলি

সুমনা সরকার
  • কলকাতা,
  • 02 Mar 2022,
  • Updated 10:31 AM IST
  • 1/8


গত দু'বছর করোনার কারণে বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। ধীরে ধীরে খুলেছে স্কুল-কলেজ। এমনকি প্রাইমারি সেকশনও খুলে দেওয়া হয়েছে। আর এই আবহে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও চালু হচ্ছে পুরনো নিয়ম।

  • 2/8


গত দু'বছর  করোনার কারণে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও পড়েছিল কোপ। তবে এবছর পরীক্ষা হবে অফলাইনে। 
 

  • 3/8

আগামী ২ রা এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবছরের  উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২০ শে এপ্রিল পর্যন্ত।
 

  • 4/8

 পরীক্ষা শুরু হবে দুপুর ২ টোয়, শেষ হবে বিকেল ৫.১৫।  মাধ্যমিক পরীক্ষা অন্য সেন্টারে হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারেই। অর্থাৎ  উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। 

  • 5/8

তবে অফলাইন পরীক্ষার ক্ষেত্রে  একগুচ্ছ করোনা বিধি ইতিমধ্যেই সরকারি তরফে জারি করা হয়েছে। আর সেই অনুযায়ী প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে একটা বেঞ্চে দুজন পরীক্ষার্থী বসতে পারবে। 
 

  • 6/8

পাশাপাশি কোভিডের মতন সংক্রামক রোগ হলে আক্রান্তকে আলাদা বসিয়ে পরীক্ষা নিতে হবে। আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও আলাদা করে রাখতে হবে। আলাদা প্যাকেটে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে। 
 

  • 7/8

অন্যান্য বছরের মতন  অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নিয়ম একই থাকছে। অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড ছাড়া কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না।
 

  • 8/8

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। 
 

Advertisement
Advertisement