Advertisement

NIRF 2022 র‍্যাঙ্কিংয়ে সেরা যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, ট্যুইট মমতার

আজ অর্থাত্‍ শুক্রবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‍্যাঙ্ক প্রকাশ করেছে NIRF (ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2022)। এবছরও IIT মাদ্রাজ শীর্ষ স্থানে রয়েছে। 

যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2022,
  • अपडेटेड 1:33 PM IST

ফের দেশের সেরা রাজ্যের দুই শিক্ষা প্রতিষ্ঠান। NIRF 2022 র‍্যাঙ্কিংয়ে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের সেরা হল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজগুলির মধ্যে দেশের সেরা ১০ কলেজের মধ্যে ৮ নম্বরে রয়েছে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ। 

গতবারের থেকে NIRF Ranking-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কোর এবছর বেড়েছে। গতবার ৬২.০৬ পেয়েছিল। এবার স্কোর হয়েছে ৬২.২৩। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৫.৩৭ হয়েছে। গতবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬০.৩৩ স্কোর ছিল।

আরও পড়ুন

আজ অর্থাত্‍ শুক্রবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‍্যাঙ্ক প্রকাশ করেছে NIRF (ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2022)। এবছরও IIT মাদ্রাজ শীর্ষ স্থানে রয়েছে। 

দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজগুলি মধ্যে শীর্ষে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে আইআইটি দিল্লি, তৃতীয় আইআইটি বম্বে, চতুর্থ আইআইটি কানপুর, পঞ্চম স্থানে আইআইটি খড়গপুর, ষষ্ঠ স্থানে আইআইটি রুড়কি, সপ্তম স্থানে আইআইটি গুয়াহাটি, অষ্টম স্থানে আইআইটি তিরুচিরাপল্লি, আইআইটি হায়দরাবাদ ও এনআইটি কর্নাটক।

NIRF 2022 র‍্যাঙ্কিং তালিকা তৈরি করতে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে একাধিক বিষয় বিবেচনা করা হয়। শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, গবেষণামূলক কাজ সহ একাধিক বিষয় দেখা হয় র‍্যাঙ্কিং তালিকায় রাখার জন্য।

Read more!
Advertisement
Advertisement