বলা হয় সাফল্যের চিত্রনাট্য লিখতে হলে ধৈর্য বজায় রাখতে হবে। এই একই আবেগ অতুল সিং (Atul Singh) তাঁর মায়ের চলে যাওয়ার পর তৈরি করেছিলেন। অতুলের মা কোভিড আক্রান্ত (Covid) হয়ে মারা যান। সেই সময় অতুল পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মায়ের মৃত্যুর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, মায়ের কথা মনে পড়ছে অতুলের। মায়ের কথা মনে পড়লেই অতুল ধাক্কা খেতেন। তাই আবার প্রস্তুতি শুরু করে ইউপিপিএসসি (UPPSC)-র জন্য পড়াশোনা শুরু করেন তিনি। আবার ফলও পান হাতেনাতে। পরীক্ষায় টপ (UPPCS Topper 2021) করেন তিনি।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড়ের বাসিন্দা অতুল সিংয়ের (UPPCS Topper Atul Kumar Singh) বাবা ওম প্রকাশ সিং বিডিও পদ থেকে অবসর নিয়েছেন। বর্তমানে অতুল সিংও প্রয়াগরাজে বসবাস করছেন কিন্তু তাঁর কাজের জায়গা গ্রামীণ প্রতাপগড়। অতুল তাঁর প্রস্তুতি নিয়ে খুব সিরিয়াস ছিলেন। তিনি অনেক পরীক্ষাও পাস করেছিলেন। কিন্তু সম্মানজনক পরীক্ষা UPPCS-এর ইন্টারভিউতে জিজ্ঞাসা করা ১০টি প্রশ্নের উত্তর তাঁকে এক নম্বরে নিয়ে যায়। আজতকের সংবাদদাতা আনন্দ রাজ তাঁকে সেই ১০টি প্রশ্ন করেছিলেন, যার উত্তর দিয়ে তিনি এক নম্বর হয়েছিলেন।
আরও পড়ুন:Gold Sweet: কালীপুজো স্পেশাল খাঁটি সোনায় মোড়া মিষ্টি, দাম কত জানেন ?
এই সেই ১০টি প্রশ্ন