Advertisement

BOI Job Alert: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় Vacancy, ঢুকেই প্রায় এক লাখ টাকা মাইনের সুযোগ

Bank of India Job: ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে(BOI) চাকরির সুযোগ। কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে BOI। প্রায় ১১১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ।ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 10:49 AM IST
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ।
  • ১১১টি শূন্যপদে নিয়োগ করবে BOI।
  • প্রতিবেদনে BOI এর অফিসিয়াল ওয়েবসাইটের Link দেওয়া হল।

Bank of India Job: ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে(BOI) চাকরির সুযোগ। কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে BOI। প্রায় ১১১টি শূন্যপদে নিয়োগ করা হবে(BOI vacancy 2025)। আজ, ১৭ নভেম্বর সোমবার থেকেই আবেদন শুরু হয়ে গিয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক: https://bankofindia.bank.in/career/recruitment-notice 

আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ল অফিসার (Law Officer) পদে নিয়োগ করা হবে। স্কেল ২, স্কেল ৩ এবং স্কেল ৪ অনুযায়ী চাকরি। স্যালারি বেশ আকর্ষণীয়। সিলেকশন হলে পদের ভিত্তিতে মাসিক ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা স্যালারি। সর্বোচ্চ বেতন স্কেল ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানতে ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করুন। 

এলিজিবিলিটি
পদ অনুযায়ী ন্যূনতম বয়সসীমা ২৫ বছর। সর্বোচ্চ ৩৮ বছর। কিছু পদে বয়সসীমা ২৮-৩৭ বছর এবং কিছুতে ২৭-৩৮ বছর পর্যন্ত রাখা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভেশন থাকলে সেক্ষেত্রে বয়সের ছাড় পাবেন। এক্ষেত্রে উল্লেখ্য, ল অফিসার পদের জন্য আইনে ডিগ্রি আবশ্যক। অন্যদিকে ম্যানেজেরিয়াল পোস্টের জন্য নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 

কীভাবে সিলেকশন হবে?
অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। আবেদন ফি ৮৫০ টাকা। তবে রিজার্ভেশন থাকলে ১৭৫ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩০ নভেম্বর। অর্থাৎ হাতে সময় খুব বেশি নেই। ফলে সময় নষ্ট না করে দ্রুত অনলাইনে আবেদন করুন। বিস্তারিত জানতে প্রার্থীদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রতিবেদনে শেষে আরও একবার সেই লিঙ্ক দেওয়া হল BOI notification (CLICK HERE to Visit BOI)।

Read more!
Advertisement
Advertisement