Advertisement

CTET Result 2021: CTET-এর ফলপ্রকাশ CBSE-র, এই লিঙ্কে দেখুন রেজাল্ট

CTET-এ সামিল হওয়া 20 লক্ষরও বেশি পরীক্ষার্থী নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। গত 16 ডিসেম্বর থেকে 21 জানুয়ারি পর্যন্ত দুটি শিফটে আয়োজিত হয়েছিল পরীক্ষা। বোর্ডের তরফে সমস্ত পরীক্ষার্থীদের জন্য মার্কশিট ও সফল পরীক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ডিজিটাল ফর্ম্যাট তাঁদের ডিজিলকার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। মার্কশিট এবং সার্টিফিকেট ডিজিটালি স্বাক্ষরিত হবে এবং আইটি আইন অনুযায়ী আইনত বৈধ হবে।

CTET Result 2021
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Mar 2022,
  • अपडेटेड 8:29 PM IST
  • CTET-এর ফলপ্রকাশ
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে ডাউনলোড
  • রোল নম্বর ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের

অফিসিয়াল ওয়েবসাইটে CTET result 2021 ঘোষণা করল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE। যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ নিজেদের ফলাফল দেখতে পারেন। CTET result 2021 দেখার জন্য রোল নম্বর ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, CBSE 1 ফেব্রুয়ারি 2022-এ CTET-এর উত্তর জারি করেছিল। সেই সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য 4 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। 

CTET-এ সামিল হওয়া 20 লক্ষরও বেশি পরীক্ষার্থী নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। গত 16 ডিসেম্বর থেকে 21 জানুয়ারি পর্যন্ত দুটি শিফটে আয়োজিত হয়েছিল পরীক্ষা। বোর্ডের তরফে সমস্ত পরীক্ষার্থীদের জন্য মার্কশিট ও সফল পরীক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ডিজিটাল ফর্ম্যাট তাঁদের ডিজিলকার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। মার্কশিট এবং সার্টিফিকেট ডিজিটালি স্বাক্ষরিত হবে এবং আইটি আইন অনুযায়ী আইনত বৈধ হবে।

এই পরীক্ষায় পাশ করার জন্য অসংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের কমপক্ষে 60 শতাংশ নম্বর পেতে হবে। আর SC, SC ও OBS পরীক্ষার্থীদের পেতে হবে কমপক্ষে 55 শতাংশ নম্বর। অর্থাৎ পরীক্ষার্থীদের পাশ করার জন্য 150-এর মধ্যে কমপক্ষে 90 পেতেই হবে। 

আরও পড়ুনমাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ, এই হাফ ডজন প্রশ্নের উত্তর জানেন?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement