২৬ এপ্রিল থেকে অফলাইনে শুরু হতে চলেছে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির 2nd term-এর পরীক্ষা। তবে পরীক্ষার ডেটশিট পরে আসবে। করোনার কারণে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা টার্ম ১ ও টার্ম ২-এর মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছিল CBSE। দশম শ্রেণির টার্ম ১-এর মাইনর বিষয়ের পরীক্ষা ১৭ নভেম্বর এবং মেজর বিষয়ের পরীক্ষা ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলে। পাশাপাশি দ্বাদশ শ্রেণির মাইনর বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর এবং মেজর বিষয়ের পরীক্ষা ১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলেছিল।
এখনও প্রকাশিত হয়নি টার্ম ১-এর পরীক্ষা
এখনও পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ১-এর রেজাল্ট প্রকাশ করেনি CBSE। তবে খুব শীঘ্রই সেটি প্রকাশ করা হতে পারে বলে জানা যাচ্ছে। পরীক্ষার্থীরা রোল নম্বরের সাহায্যে সেই ফলাফল দেখতে পারবে। cbseresults.nic.in ও results.gov.in-এই দুটি ওয়েবসাইতে প্রকাশ করা হবে ফলাফল।
টার্ম ১-এর রেজাল্ট কীভাবে দেখা যাবে?
বোর্ডের তরফে নির্দিষ্ট করে ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা না হলেও একসময় শোনা গিয়েছিল যে ৩১ জানুয়ারি বেরোতে পারে রেজাল্ট। সেক্ষেত্রে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়িই প্রকাশ করা হতে পারে ফলাফল। ওয়েবসাইট ছাড়া UMANG অ্যাপ, আইবিআরএস, এসএমএস এবং digilocker.gov.in-এও দেখা যাবে রেজাল্ট।
আরও পড়ুন - 'মৃত্যুর' প্রায় ৫ বছর বাড়ি ফিরলেন ৯ সন্তানের বাবা, বড়ঞায় হইচই