Advertisement

Central Bank Recruitment 2023: ১০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক, মাইনে ৪৮,১৭০ টাকা থেকে শুরু

Central Bank Of India Recruitment 2023: ১০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশজুড়ে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন কবে, বেতন কত? চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

১০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক, মাইনে ৪৮,১৭০ টাকা থেকে শুরু।১০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক, মাইনে ৪৮,১৭০ টাকা থেকে শুরু।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 10:40 AM IST
  • ১০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • দেশজুড়ে ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

Central Bank Of India Recruitment 2023: ১০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India Recruitment 2023)। দেশজুড়ে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন কবে, বেতন কত? চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

নিয়োগের প্রাথমিক তথ্য:
নিযুক্ত কর্মীদের দেশের যে কোনও অংশে অবস্থিত ব্যাঙ্কের যে কোনও শাখায়, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে অথবা কর্পোরেট অফিসে কাজ করতে হবে। সেন্ট্রাল ব্যাঙ্কে নিযুক্ত কর্মীদের শুরুতে ১ বছরের প্রবেশনে কাজ করতে হবে। পরে প্রয়োজনে, প্রার্থীদের সন্তোষজনক কাজের ভিত্তিতে প্রবেশনের মেয়াদ আরও ১ বছর বাড়ানো হতে পারে।

ম্যানেজার পদে ১০০০ জনকে নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে মেইনস্ট্রিমে রেগুলারে, মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-২ পদে। উপয়ুক্ত যোগ্যতা থাকলে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা অসংরক্ষিত/ জেনারেল ক্যাটেগরিতে আবেদন করতে পারেন। শুরুতে ১ বছরের প্রবেশন। প্রয়োজনে, প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ আরও ১ বছর বাড়তে পারে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে, ব্যাঙ্কের যে কোনও শাখায়/ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে/ কর্পোরেট অফিসে।

নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতামান:
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা প্রার্থীদের CAIIB থাকলে তারা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের প্রয়োজনীয় অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্যাঙ্কের ওয়েবসাইটে।
ব্যাঙ্কের ক্রেডিট, মার্কেটিং অথবা ফরেন এক্সচেঞ্জে কাজের অভিজ্ঞতা থাকলে এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। তবে কো-অপারেটিভ ব্যাঙ্ক, এনবিসিএফ, ইশিওরেন্স সেক্টর অথবা সরকারি ফিনান্সিয়াল ইনস্টিটিউশেন স্থায়ী অথবা পার্ট-টাইমে কর্মরতরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্য নন।

প্রার্থীদের বয়সসীমা ও বেতন:
৩১ মে, ২০২৩ তারিখের হিসেবে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লেখিত পদে নিযুক্তদের মাসিক বেতন ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:
প্রার্থী বাছাই করা হবে অনলাইনে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউয়ের মাধ্যমে। অগাস্টের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে ১ ঘণ্টার সময়সীমায় মোট ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্ন হবে ইংরিজি এবং হিন্দিতে। পরীক্ষার দিন-ক্ষণ, কেন্দ্রের নাম-ঠিকানা প্রার্থীরা তাদের কল লেটারে পেয়ে যাবেন। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউ হবে। তারও তারিখ, সময়, ঠিকানা প্রার্থীদের পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।

Advertisement

আবেদনের পদ্ধতি ও ফি:
ইচ্ছুক প্রার্থীদের ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ব্যাঙ্কের নির্দিষ্ট ওয়েবসাইট https://ibpsonline.ibps.in/cbimmjun23/ -এর মাধ্যমে। রেজিস্ট্রেশনের সময় ফি দিতে হবে। তফশিলি জাতি-উপজাতি, বিশেষভাবে শারীরিক সক্ষম অথবা মহিলা প্রার্থীদের ইন্টিমেশন চার্জ ১৭৫ টাকা (সঙ্গে অতিরিক্ত জিএসটি)। বাকি সব প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৮৫০ টাকা (সঙ্গে অতিরিক্ত জিএসটি)। এই ফি জমা দিতে হবে অনলাইনে ১৫ জুলাইয়ের মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি দেওয়ার পর তার ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে প্রার্থীদের কাছে রাখতে হবে।

Read more!
Advertisement
Advertisement