Advertisement

Rail Job News: পূর্ব রেলে ৩,১১৫টি পদে নিয়োগ, মাধ্যমিক পাশই যথেষ্ট, রইল Direct Link

মোট ৩,১১৫টি অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell, RRC ER)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcer.org-এ গিয়ে আবেদন করতে পারবেন।

পূর্ব রেলওয়ে নিয়োগ ২০২৫।পূর্ব রেলওয়ে নিয়োগ ২০২৫।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 3:45 PM IST
  • পূর্ব রেলে (Eastern Railway) বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি। 
  • মোট ৩,১১৫টি অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।
  • আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১৪ অগাস্ট, ২০২৫ থেকে।

পূর্ব রেলে (Eastern Railway) বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি। মোট ৩,১১৫টি অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell, RRC ER)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcer.org-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১৪ অগাস্ট, ২০২৫ থেকে। শেষ দিন ১৩ সেপ্টেম্বর, ২০২৫। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT বা SCVT দ্বারা স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সের শর্তও রয়েছে। আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর। আবার, প্রার্থীর বয়স ২৪ বছরের বেশি হলে তিনি আবেদন করতে পারবেন না। আবেদন গ্রহণের নির্ধারিত শেষ তারিখ অনুযায়ী (১৩ সেপ্টেম্বর, ২০২৫) এই বয়স গণনা করা হবে।

বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অথবা সরকারি স্বীকৃত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম শংসাপত্রই গ্রহণযোগ্য।

কীভাবে সিলেকশন হবে?
নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। অনলাইনে জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতে একটি মেধাতালিকা প্রস্তুত করা হবে। সেই মেধাতালিকায় নাম থাকা প্রার্থীদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে।

মেধা তালিকা প্রস্তুতের জন্য প্রার্থীদের অনলাইন ফর্মে দেওয়া তথ্যই বিবেচিত হবে। সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আবেদনকারীর নিজের।

আবেদনের ফি
আবেদন করতে গেলে ১০০ টাকা ফি দিতে হবে। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), শারীরিকভাবে প্রতিবন্ধী (PwBD) এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনও অতিরিক্ত ট্রানজ্যাকশন চার্জ লাগলে, তা প্রার্থীকে বহন করতে হবে।

সরাসরি লিঙ্কের মাধ্যমে আবেদন করুন
নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে – rrcer.org

Advertisement

যারা রেলে চাকরির স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এটাই হতে পারে বড় সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করুন।

Read more!
Advertisement
Advertisement