Advertisement

Government Job Exams 2026: ২০২৬ এ কোন কোন সরকারি চাকরির পরীক্ষা? Rail, Bank, SSC র শিডিউল

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে এই ২০২৬ সালই কার্যত 'মেক অর ব্রেকে'র বছর হতে পারে। ব্যাঙ্ক, রেল, SSC থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় নিয়োগ সংস্থার পরীক্ষা রয়েছে এই বছরে।

এই ২০২৬ সালই কার্যত 'মেক অর ব্রেকে'র বছর হতে পারে। এই ২০২৬ সালই কার্যত 'মেক অর ব্রেকে'র বছর হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 12:07 AM IST
  •  ২০২৬ সালই কার্যত 'মেক অর ব্রেকে'র বছর হতে পারে।
  • ব্যাঙ্ক, রেল, SSC থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় নিয়োগ সংস্থার পরীক্ষা রয়েছে এই বছরে।
  • নিচে দেওয়া তালিকায় upcoming government exams এর সমস্ত আপডেট পাবেন।

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে এই ২০২৬ সালই কার্যত 'মেক অর ব্রেকে'র বছর হতে পারে। ব্যাঙ্ক, রেল, SSC থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় নিয়োগ সংস্থার পরীক্ষা রয়েছে এই বছরে। তার সম্ভাব্য সূচি দেওয়া হল এই প্রতিবেদনে। ফলে সেই মতোই এখন থেকেই প্রস্তুতির হিসেবনিকেশ করে ফেলতে হবে। নিচে দেওয়া তালিকায় upcoming government exams এর সমস্ত আপডেট পাবেন। তাছাড়া পরীক্ষার নোটিস বের হলেও bangla.aajtak.in এ সমস্ত প্রতিবেদন সহ Updates পেয়ে যাবেন।

কোন কোন পরীক্ষায় বাড়তি নজর থাকবে?
যেসব পরীক্ষার দিকে সবচেয়ে বেশি নজর থাকছে,

  • SSC Exams:
    SSC CGL, SSC CHSL, SSC MTS, SSC GD; এই চারটি পরীক্ষাই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মেন টার্গেট। CGL ও CHSL-এর প্রিলিমস ও মেইন; দুই ধাপেই এবার বেশ কঠিন প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে।

  • Banking Exams:
    SBI Clerk, SBI PO, IBPS PO, IBPS Clerk, RRB PO ও RRB Clerk; ব্যাঙ্কিং সেক্টরে এবার বড় সংখ্যায় নিয়োগ হতে পারে। প্রিলিমস সাধারণত জানুয়ারি-মার্চের মধ্যে, মেইন এপ্রিল-মে নাগাদ।

  • Railway Exams:
    RRB NTPC, Group D, ALP, Technician; রেলে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ফলে ২০২৬ সালে রেলের বিভিন্ন পদ পূরণে পরীক্ষা নেওয়া হতে পারে। 

  • UPSC ও অন্যান্য কেন্দ্রীয় সরকারি পরীক্ষা:
    UPSC Civil Services, CDS, CAPF, EPFO, ESIC-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পরীক্ষাও হবে ২০২৬ সালে।

  • কেন এই বছরটা বেশি গুরুত্বপূর্ণ

    প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, কোভিডের পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ফের সরকারি চাকরির নিয়োগ, পরীক্ষার একটা রিদম এসে গিয়েছে। ফলে একদিকে যেমন সুযোগ বাড়ছে, তেমনই বাড়ছে প্রতিযোগিতার চাপ। একই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন কয়েক লক্ষ চাকরিপ্রার্থী।

    প্রস্তুতির ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা গুরুত্বপূর্ণ

    বছরের শুরু থেকেই নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখুন।

    • টাইম ম্যানেজমেন্ট: সরকারি চাকরির পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটাই আসল।

  • Mock Test ও Analysis: শুধু পড়লে হবে না। প্রতিটা চ্যাপ্টার শেষের পরেই সেই টপিকে ২০-২৫টি মক টেস্ট দিন। পুরনো ১০ বছরের পেপার সলভ করে ফেলুন। পুরোটাই সময় ধরে। এরপর কোথায় ভুল হচ্ছে তা বিশ্লেষণ করুন। তবেই নতুন চ্যাপ্টারে এগোন।

  • General Awareness আপডেট: কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রায় সব পরীক্ষার মূল স্তম্ভ। প্রতিদিন খবরের কাগজ পড়ুন। 

  • Revision Strategy: শেষ মুহূর্তে নতুন পড়া নয়, পুরনোটা ঝালাই করাই বেশি জরুরি।

  • Read more!
    Advertisement
    Advertisement