Advertisement

Interview Tricky Questions : হাতে মাত্র ৩ টিকিট, অথচ সিনেমা দেখলেন চার বাবা-ছেলে, জানুন ধাঁধার উত্তর

সরকারি চাকরির ইন্টারভিউতে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হয়। কখনও এমন প্রশ্ন করা হয়, যা সিলেবাসে থাকে না। কখনও আবার কিছু প্রশ্ন ঘুরিয়েও করা হয়, যেগুলির উত্তর আপাতভাবে কঠিন মনে হলেও তা আসলে খুবই সহজ। একটু ভাবলেই সেগুলির উত্তর দেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jul 2022,
  • अपडेटेड 6:20 PM IST
  • সরকারি চাকরি করতে অনেকেই চান
  • তবে পাশ করতে হয় ইন্টারভিউ
  • জেনে নিন কিছু প্রশ্ন ও উত্তর

সরকারি চাকরির ইন্টারভিউতে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হয়। কখনও এমন প্রশ্ন করা হয়, যা সিলেবাসে থাকে না। কখনও আবার কিছু প্রশ্ন ঘুরিয়েও করা হয়, যেগুলির উত্তর আপাতভাবে কঠিন মনে হলেও তা আসলে খুবই সহজ। একটু ভাবলেই সেগুলির উত্তর দেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর।

প্রশ্ন : ২টি ছেলে ও ২ বাবা সিনেমা দেখতে গেলেন, কিন্তু তাঁদের কাছে মাত্র ৩টি টিকিট, যদিও তাঁরা সবাই সিনেমা দেখলেন, কীভাবে?
উত্তর : তাঁরা আসলে সম্পর্কে দাদু, নাতি ও ছেলে। তাই তাঁরা ৩ জনেই সিনেমা দেখতে পেরেছেন।

প্রশ্ন : দৌড় প্রতিযোগিতায় আপনি যদি দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে টপকে যান, তাহলে আপনি কোন জায়গায় থাকবেন?
উত্তর : দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন

প্রশ্ন : হিন্দিতে Calculator-কে কী বলা হয়?
উত্তর : ক্যালকুলেটরকে হিন্দিতে বলা হয় গণক বা পরিকলক।

প্রশ্ন : এমন কোন জিনিস যা মানুষ কেটে উদযাপন করেন?
উত্তর : কেক কাটা হলে মানুষ আনন্দ উদযাপন করেন।

প্রশ্ন : যদি কোনও শিশুর জন্ম মে-তে হয়, কিন্তু তার জন্মদিন জুনে, সেটা কীভাবে সম্ভব?
উত্তর : শিশুটি যে জায়গায় জন্মেছে, সেই স্থানের নাম মে এবং তার জন্ম হয়েছে জুন মাসে।  

 

Read more!
Advertisement
Advertisement