Advertisement

Government Jobs Interview Questions : মানবদেহে কোন অংশের প্রতি ২ মাসে পরিবর্তন হয়, জানেন?

Interview Questions : আইএএস হোক বা অন্যকোনও পরীক্ষা, ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের ধরা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন। পরীক্ষা যতটা কঠিন, ততটাই কঠিন হয় ইন্টারভিউও। অনেকে আবার লেখা পরীক্ষা পাশ করলেও আটকে যান ইন্টারভিউতে। কোনও কোনও সময় ইন্টারভিউতে পারিপার্শ্বিক ঘটনাবলী থেকেও প্রশ্ন করা হয়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Feb 2022,
  • अपडेटेड 4:33 PM IST
  • সরকারি চাকরির ইন্টারভিউতে মাঝেমধ্যেই ধরা হয় কঠিন প্রশ্ন
  • অনেকে পরীক্ষা পাশ করলেও ইন্টারভিউতে আটকে যান
  • জেনে নিন তেমনই কিছু প্রশ্ন ও উত্তর

Government Jobs Interview Questions : সরকারি হোক বা বেসরকারি, চাকরির পরীক্ষায় ইন্টারভিউ পাশ করা আবশ্যিক। আইএএস হোক বা অন্যকোনও পরীক্ষা, ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের ধরা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন। পরীক্ষা যতটা কঠিন, ততটাই কঠিন হয় ইন্টারভিউও। অনেকে আবার লেখা পরীক্ষা পাশ করলেও আটকে যান ইন্টারভিউতে। কোনও কোনও সময় ইন্টারভিউতে পারিপার্শ্বিক ঘটনাবলী থেকেও প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নিগুলিও হয় বেশ বিচিত্র। এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল, যেগুলি প্রায়শই বিভিন্ন ইন্টারভিউতে ধরা হয়। চলুন জেনে নেওয়া যাক সেই প্রশ্ন ও উত্তরগুলি। 

প্রশ্ন - বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর - সৌদি আরব- কিং ফাহদ ইন্টারন্যাশনাল

প্রশ্ন - জাতীয় উট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর - বিকানের

আরও পড়ুন

প্রশ্ন - অক্টোপাসের কতগুলি হার্ট?
উত্তর - ৩টি

প্রশ্ন - পেঁচা নিজের মাথা কতো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে?
উত্তর - ২৭০ ডিগ্রি

প্রশ্ন - কোন দেশে রাতেও সূর্য দেখা যায়?
উত্তর- নরওয়ে

প্রশ্ন - মানুষের শরীরের কোন অংশটি প্রতি ২ মাসে বদলে যায়?
উত্তর - ভ্রু

 

Read more!
Advertisement
Advertisement