Interview Questions And Answers : প্রতিবছর লক্ষ লক্ষ যুবক সরকারি চাকরির পরীক্ষা দেন। তাঁদের মধ্যে অনেকেই লিখিত পরীক্ষায় পাশ করে যান। কিন্তু আটকে যান ইন্টারভিউতে। কারণ, অনেক সময়ই ইন্টারভিউতে পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নগুলিও বেশ বিচিত্র হয়। এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল, যেগুলি প্রায়শই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে।
প্রশ্ন - এক মহিলাকে প্রশ্ন করা হয়েছিল, যদি এমন কোনও দিন হয় যে সকালে উঠে দেখলেন আপনি গর্ভবতী, তাহলে কী হবে?
উত্তর - ওই মহিলা বলেন , তিনি খুবই খুশি হবেন এবং নিজের স্বামীর সঙ্গে সেই আনন্দ সংবাদটি ভাগ করে নিয়ে খুশিতে মেতে উঠবেন
প্রশ্ন - এক ব্যক্তিকে প্যারাসুট ছাড়াই বিমান থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তিনি বেঁচে যান, কীভাবে?
উত্তর - কারণ ওই সময় বিমানটি রানওয়েতেই ছিল
প্রশ্ন - রেল লাইনের ধারে W/L লেখা বোর্ড দেখা যায়, তার মানে কী?
উত্তর - W/L মানে হল Whistle / Level Board। যেখানে এই বোর্ড থাকে সেখানে ট্রেনের চালককে হর্ন বাজাতে হয়।
প্রশ্ন - আইনজীবীরা কালো রঙের কোট কেন পরেন?
উত্তর - কালো রঙকে শক্তি ও অধিকারের প্রতীক হিসেবে ধরা হয়। তবে আইনজীবীদের কালো রঙের কোট পরার এই পরম্পরা ইংল্যান্ডে শুরু হয়েছিল। কালো কোটকে অনুশাসন ও আত্মবিশ্বাস হিসেব ধরা হয়।
প্রশ্ন - পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেলে কী হবে?
উত্তর - যদি পরিবেশে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় তাহলে ছোট ছোট পোকা-মাকড়, আরশোলা ইত্যাদির আকার অনেক বড় হয়ে যাবে। ঠিক যেমনটা হলিউডের ছবিতে মাঝেমধ্যে দেখা যায়।
প্রশ্ন - মানুষের শরীরের কোন অংশ প্রত্যেক দু'মাসে বদলায়?
উত্তর - আইব্রো বা ভ্রু
প্রশ্ন - ময়ূর ডিম দেয় না, তবুও ডিম থেকেই কীভাবে তাদের বাচ্চা হয়?
উত্তর - কারণ ময়ূরী ডিম পাড়ে
আরও পড়ুন - পরপর ৩ দিন, অথচ বুধ-শুক্র-রবিবার থাকবে না, উত্তর জানেন?