Advertisement

Government Job: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ৩৫ হাজারের বেশি সরকারি নিয়োগ, কোন কোন পদ? বিস্তারিত

অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি করার। তাই তারা দীর্ঘদিন ধরে কোটি কোটি মানুষের সঙ্গে লড়াই করে চাকরি পাওয়ার জন্য দিনরাত এক করে দেন। আর আপনিও যদি সেই দলেরই মানুষ হন, তাহলে রয়েছে একটি সুখবর। কারণ, সারা দেশ জুড়ে ৩৫ হাজারেরও বেশি সরকারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।

সরকারি পদে নিয়োগসরকারি পদে নিয়োগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 11:41 AM IST
  • অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি করার
  • সারা দেশ জুড়ে ৩৫ হাজারেরও বেশি সরকারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে
  • রেলের পক্ষ থেকে ৪১১৬টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে

অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি করার। তাই তারা দীর্ঘদিন ধরে কোটি কোটি মানুষের সঙ্গে লড়াই করে চাকরি পাওয়ার জন্য দিনরাত এক করে দেন। আর আপনিও যদি সেই দলেরই মানুষ হন, তাহলে রয়েছে একটি সুখবর। কারণ, সারা দেশ জুড়ে ৩৫ হাজারেরও বেশি সরকারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।

তাই আপনিও যদি এই পদগুলিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে ভ্যাকেন্সিগুলি সম্পর্কে বিশদে জেনে নিন। তাহলেই ঠিক সময়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন।

উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি নিয়োগ

উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি নিয়োগ করতে চলেছে। তাদের পক্ষ থেকে ১৬৯৯৮টি পোস্টের ঘোষণা করা হয়েছে। এই নিয়োগের জন্য ফর্ম ফিলআপ শুরু হয়ে গিয়েছে ১১ নভেম্বর থেকে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে অন্তত ১২ পাশ করতে হবে। এই পোস্টে যোগ্যতা অনুযায়ী নিয়োগ হবে। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনেও দেওয়া হবে জোর। তাই কেউ চাইলে এই পদে অ্যাপ্লাই করে দিতেই পারেন।

পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগ

দীর্ঘদিন পর প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। ১৩৪২১ পোস্ট খালি রয়েছে বলে জানান হয়েছে। এর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ১৯ নভেম্বর ২০২৫ সালে। আর সেই প্রক্রিয়া শেষ হবে ৯ ডিসেম্বর।

এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে DEIEd ডিগ্রি থাকা মাস্ট। পাশাপাশি টেস্ট পাশ করতে হবে। তারপর হবে ইন্টারভিউ। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তখন গিয়ে মিলবে চাকরি।

রেলে হচ্ছে নিয়োগ

অনেকেই ভারতীয় রেলে চাকরি খুঁজতে চান। আর তাদের জন্যও রয়েছে সুখবর। রেলের পক্ষ থেকে ৪১১৬টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করা যাচ্ছে ২৫ নভেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য অন্তত ১০ পাশ করতে হবে। পাশাপাশি আইটিআই বা ওই সমতুল্য কোনও ডিগ্রি লাগবে। এখানে পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে মিলবে চাকরি।

Advertisement

তামিলনাড়ুর মেডিক্যাল সার্ভিস রিক্রুটমেন্ট

১১০০ শূন্যপদ ঘোষণা করেছে দ্য মেডিক্যাল সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড তামিলনাড়ু। এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ২১ নভেম্বর থেকে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

এক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি থাকার পাশাপাশি তামিলনাড়ু কাউন্সিল এবং সিআরআরআই সার্টিফিকেশন থাকা জরুরি।

ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন

এই রাজ্যে ২৩৮টি ভ্যাকেন্সি বের করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন জমা করা যাবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত সেটি চলবে। এক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি থাকলেই এই পদের জন্য অ্যাপ্লাই করা যাবে। হবে প্রিলিম এবং মেইন পরীক্ষা। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

Read more!
Advertisement
Advertisement