উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আগামী ২২ জুলাই। দুপুর ৩ টের সময় ফল প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি জারি করে জানাল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদ জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২১ সালের উচ্চ-মাধ্যমিকের ফলাফল ২২ জুলাই দুপুর ৩ টের সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। পরদিন অর্থাৎ ২৩ তারিখ মার্কসিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। সেজন্য তাঁদের স্কুলে যেতে হবে।
করোনা বিধি মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বিধি মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
কীভাবে জানা যাবে ফলাফল?
২২ তারিখ বিকেল ৪টে থেকে মোবাইলের মাধ্যমে মেসেজ বা ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। http://wbresults.nic.in/-এই ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। https://www.exametc.com/- এই ওয়েবসাইটে ঢুকে SMS WB12 space
প্রসঙ্গত, চলতি বছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়ার উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনার কারণে পরীক্ষা হয়নি। তাই অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।