Advertisement

Highest Paying Jobs In India: কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এই ৫টি ডিগ্রিধারীদের খোঁজে সংস্থাগুলি, ভারতের সবচেয়ে দামী চাকরি

Highest Paying Jobs In India: আজকের দিনে ক্যারিয়ার গড়তে হলে শুধু ডিগ্রি নিলেই হবে না, বরং সময়ের চাহিদা অনুযায়ী স্মার্ট কোর্স বেছে নিতে হবে। যদি আপনি ভালো বেতন, নিশ্চিত চাকরি এবং দ্রুত সাফল্য চান, তাহলে উপরের কোর্সগুলোর যেকোনো একটিতে নাম লেখানো জরুরি!

কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এই ৫টি ডিগ্রিধারীদের খোঁজে সংস্থাগুলি, ভারতের সবচেয়ে দামী চাকরিকাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এই ৫টি ডিগ্রিধারীদের খোঁজে সংস্থাগুলি, ভারতের সবচেয়ে দামী চাকরি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Feb 2025,
  • अपडेटेड 5:58 PM IST

Highest Paying Jobs In India: আজকের যুগে ভালো ক্যারিয়ার গড়তে হলে শুধু পড়াশোনা করলেই হবে না, বেছে নিতে হবে সঠিক কোর্স। এমন কিছু ডিগ্রি আছে, যা করলে চাকরির অভাব থাকবে না এবং বেতনের অঙ্ক থাকবে লাখের উপরে! বিশ্ব অর্থনৈতিক ফোরামের রিপোর্ট অনুযায়ী, আগামী চার বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স, এবং মেশিন লার্নিং-এর মতো ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হবে। তাই যদি ভালো বেতন ও নিশ্চিন্ত ক্যারিয়ার চান, তাহলে নিচের কোর্সগুলোর কথা ভাবতেই পারেন।

১) ডাটা সায়েন্স – ৬ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বেতন!
বর্তমান যুগে ডাটা সায়েন্সের চাহিদা আকাশছোঁয়া। এই কোর্সে কম্পিউটার, ব্যবসা এবং AI-এর সংমিশ্রণে পরিসংখ্যান, বিগ ডাটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং শেখানো হয়। বড় বড় সংস্থাগুলি দক্ষ ডাটা সায়েন্টিস্টদের জন্য কোটি কোটি টাকা খরচ করছে। তাই এই কোর্স শেষ করলেই লাখ টাকার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি!

২) সফটওয়্যার ডেভেলপমেন্ট – বাড়িতে বসেই লাখ টাকা আয়!
সফটওয়্যার ডেভেলপমেন্টের চাহিদা কখনো কমবে না। এই কোর্সে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট এবং সাপোর্ট শেখানো হয়। শুধু ভারতে নয়, সারা বিশ্বেই দক্ষ সফটওয়্যার ডেভেলপারদের বিশাল চাহিদা রয়েছে। এই কোর্স করলে ফ্রিল্যান্স করেও লাখ টাকা আয় করা সম্ভব!

৩) সাইবার সিকিউরিটি – ৬-১২ লক্ষ টাকা বেতন, চাহিদা তুঙ্গে!
সাইবার হামলার ঘটনা দিন দিন বাড়ছে। ফলে সংস্থাগুলোর কাছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের গুরুত্ব বেড়েছে। এই কোর্স করলে বড় বড় সংস্থায় সহজেই চাকরি মিলবে এবং বেতনও হবে মোটা অঙ্কের।

৪) ডাটা অ্যানালিটিক্স – ব্যবসা ও প্রযুক্তির ভবিষ্যৎ!
ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমে কোম্পানিগুলো তাদের ব্যবসার বৃদ্ধি ও গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করছে। আগামী দিনে ডাটা অ্যানালিস্টদের চাহিদা কয়েকগুণ বাড়বে। তাই এই কোর্স করে আপনি নিশ্চিত ভালো ক্যারিয়ার গড়তে পারবেন।

Advertisement

৫) ক্লাউড কম্পিউটিং – ডিজিটাল বিপ্লবের চালিকাশক্তি!
বর্তমানে সব বড় সংস্থা ক্লাউড প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ক্লাউড কম্পিউটিং শেখার পর গুগল, আমাজন, মাইক্রোসফটের মতো সংস্থায় চাকরির সুযোগ পাওয়া যায়। এবং বেতন? সেটাও লাখ টাকার বেশি!

আজকের দিনে ক্যারিয়ার গড়তে হলে শুধু ডিগ্রি নিলেই হবে না, বরং সময়ের চাহিদা অনুযায়ী স্মার্ট কোর্স বেছে নিতে হবে। যদি আপনি ভালো বেতন, নিশ্চিত চাকরি এবং দ্রুত সাফল্য চান, তাহলে উপরের কোর্সগুলোর যেকোনো একটিতে নাম লেখানো জরুরি!

 

Read more!
Advertisement
Advertisement