Advertisement

HS Result 2024 Link: উচ্চ মাধ্যমিকের রেজাল্টের Link, মার্কশিট ডাউনলোড করুন @wbresults

HS Result 2024 Link: আগামী ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। নিচের দেওয়া লিঙ্কে রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে সরাসরি মার্কশিট চেক করুন। wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এ গিয়ে অস্থায়ী মার্কশিট ডাউনলোড করতে পারবেন।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৪ ডাউনলোডের লিঙ্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2024,
  • अपडेटेड 1:26 PM IST
  • আগামী ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পেতে পারেন।
  • এর আগে বেশ কিছুদিন ধরে ফল প্রকাশের সম্ভাব্য দিন নিয়ে জল্পনা চলছিল। রিলিজ প্যাটার্ন অনুযায়ী, ফলাফল মে মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছিল।
  • যাঁরা ২০২৪ সালের WBCHSE উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট- wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এ গিয়ে অস্থায়ী মার্কশিট ডাউনলোড করতে পারবেন। 

HS Result 2024 Link: আগামী ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। নিচের লিঙ্কে রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে সরাসরি মার্কশিট চেক করুন।

সরাসরি HS রেজাল্ট চেক করুন এই লিঙ্ক থেকে: https://bangla.aajtak.in/board-exam-results -CLICK HERE

কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন? (WBCHSE Result 2024)

অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক: wbresults.nic.in (CLICK HERE) বা wbchse.wb.gov.in-এ গিয়ে অস্থায়ী মার্কশিট ডাউনলোড করতে পারবেন। এই দুই অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট নামাতে পারেন।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কীভাবে চেক করবেন?

  • লিঙ্ক:  wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এর মধ্যে যে কোনও একটিতে ক্লিক করুন। 
  • ওয়েবসাইট খুলতেই 'West Bengal Higher Secondary Examination Result 2024' স্ক্রিনে ফুটে উঠবে।
  • সেই লিঙ্কে ক্লিক করুন। 
  • রোল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্যের জন্য় বক্স থাকবে। সেগুলি ভরুন। 
  • সব শেষে Submit অপশনে ক্লিক করুন।
  • এরপরেই আপনার মার্কশিট দেখা যাবে।
  • পাশে একটি ডাউনলোডের অপশন পাবেন। সেখান থেকে মার্কশিট ডাউনলোড করে নিন। 

SMS-এর মাধ্যমেও চেক করা যাবে

  • স্মার্টফোনের মেসেজ বক্ত খুলুন। সেখানে নিউ মেসেজ করুন।
  • টাইপ করুন 'WB12 (Roll number)'
  • 5676750 বা 58888 নম্বরে মেসেজ সেন্ড করুন।
  • মেসেজ সেন্ড করার কিছুক্ষণের মধ্যেই সেই ফোনেই SMS-এর মাধ্যমে নম্বর এসে যাবে।
  • প্রয়োজনে সেই SMS-এর স্ক্রিনশট নিয়ে রাখুন।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এবার প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী  পরীক্ষা দিয়েছিলেন। মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে পরীক্ষা হয়। 

এর আগে বেশ কিছুদিন ধরে ফল প্রকাশের সম্ভাব্য দিন নিয়ে জল্পনা চলছিল। রিলিজ প্যাটার্ন অনুযায়ী, ফলাফল মে মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছিল। আর ঠিক তেমনটাই হল।

উচ্চমাধ্যমিকে কারচুপি রুখতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। প্রতিটি প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছিল।

এর আগে গতবার ২৪ মে, ২০২৩-এ  শ্রেণীর ফলাফল ঘোষণা হয়েছিল। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement