Advertisement

ISC Result 2022 : ISC দ্বাদশে প্রথম স্থানে রাজ্যের ৬ পড়ুয়া, এই লিঙ্কে দেখুন রেজাল্ট

প্রকাশিত হল আইসিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org ও results.cisce.org-এ দেখা যাচ্ছে রেজাল্ট। এবারে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ছেলেদের থেকে ভাল। মেয়েদের পাশের হার ৯৯.৫২ শতাংশ আর ছেলেদের পাশের হাল ৯৯.২৬ শতাংশ।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jul 2022,
  • अपडेटेड 6:26 PM IST
  • আইএসসি-র ফলপ্রকাশ
  • দেখা যাবে লিঙ্কে
  • জেনে নিন ফল দেখার পদ্ধতি

প্রকাশিত হল আইসিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম-এর (CISCE) তরফে রবিবার বিকেল ৫টায় ফল প্রকাশ করা হয়। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.orgresults.cisce.org-এ দেখা যাচ্ছে রেজাল্ট।


কীভাবে দেখা যাবে রেজাল্ট?
প্রথম ধাপ - সবচেয়ে প্রথমে cisce.org-এ যেতে হবে। 
দ্বিতীয় ধাপ - এরপর ক্লিপ করতে হবে ISC Result 2022-এ।
তৃতীয় ধাপ - এবার লগ-ইন ক্রিডেন্সিয়াল যেমন ইনডেক্স নম্বর, UID বা ক্যাপচা কোড দিতে হবে। 
চতুর্থ ধাপ - এরপরেই স্ক্রিনে দেখা যাবে 'ISC Class 12th Result 2022'।
পঞ্চম ধাপ - এখান থেকেই চেক করে ডাউনলোড করতে হবে। 
ষষ্ঠ ধাপ - ভবিষ্যতে প্রয়োজনের জন্য মার্কশিটের প্রিন্টআউট রাখা যেতে পারে। 

আইএসসি-র ফলাফল

মেয়েদের পাশের হার বেশি

আরও পড়ুন

এবারে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ছেলেদের থেকে ভাল। মেয়েদের পাশের হার ৯৯.৫২ শতাংশ আর ছেলেদের পাশের হাল ৯৯.২৬ শতাংশ। 

বাংলার ফলাফল

৯৯.৭৫ শতাংশ পেয়ে গোটা দেশে প্রথম হয়েছেন মোট ১৮ জন। তারমধ্যে বাংলা থেকে রয়েছে ৬ পড়ুয়া। তারা মহম্মদ আর্শ মুস্তাফা, প্রতীতী মজুমদার, অপূর্ব কাশিস, পৃথ্বিজা মণ্ডল, নিখিল কুমার প্রসাদ ও অভিষেক বিশ্বাস।

পুনরায় খাতা পরীক্ষার সুযোগ
যে সমস্ত পরীক্ষার্থীরা খাতা নিজেদের নম্বর নিয়ে অখুশি তাদের রয়েছে রিচেকিংয়ের সুযোগ। পরীক্ষার্থীরা ISC 12th result 2022 Recheck-এর জন্য অনলাইনে আবেদন করতে পারে। আগামী ৩০ তারিখ পর্যন্ত করা যাবে আবেদন। এক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড টার্মের খাতা রিকেচ করা যাবে। একটি সাবজেক্ট রিচেকিংয়ের ফি হাজার টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement