Advertisement

Interview Tricky Question : জলে কোনও পাথর ফেললে সেটার কী হবে? জানুন জবাব

Interview Tricky Question: যে কোনও চাকরি জন্য় ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ। তা সে সরকারি হোক বা বেসরকারি। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীদের মাঝে মাঝে সাক্ষাৎকারের সময় এমন জটিল প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যা শুনে প্রার্থীরা চিন্তায় পড়ে যান।

চাকরির জন্য ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ (প্রতীকী ছবি)চাকরির জন্য ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 13 May 2022,
  • अपडेटेड 8:59 AM IST
  • যে কোনও চাকরি জন্য় ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ
  • তা সে সরকারি হোক বা বেসরকারি
  • প্রার্থীদের মাঝে মাঝে সাক্ষাৎকারের সময় খটমট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়

যে কোনও চাকরি জন্য় ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ। তা সে সরকারি হোক বা বেসরকারি। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীদের মাঝে মাঝে সাক্ষাৎকারের সময় এমন জটিল প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যা শুনে প্রার্থীরা চিন্তায় পড়ে যান। 

তবে দেখা যায় যে এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞান এবং উপস্থিতি বুদ্ধি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ। কিন্তু তারপরও অনেক সময় প্রার্থীরা ইন্টারভিউতে আটকে যান। 

এমনই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রশ্নগুলো শুনে বেশ খটমট লাগবে। কিন্তু একটু ভাবলেই দেখা যাবে, উত্তর বেশ সহজ।

আরও পড়ুন

প্রশ্নঃ পাথর জলে ফেললে কি হবে?
উত্তরঃ ভিজে যাবে।

প্রশ্নঃ এমন একটি শব্দ যা আমরা দেখি, কিন্তু পড়ি না?
উত্তরঃ না।

প্রশ্নঃ আসামের বিখ্যাত উৎসব কোনটি?
উত্তরঃ বিহু।

প্রশ্ন: আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন?
উত্তর: কালো কোট শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস দেখায়।

প্রশ্ন: মৃতদের আদমশুমারি পরিচালনাকারী প্রথম রাজ্য কোনটি?
উত্তরঃ কর্ণাটক।

প্রশ্নঃ ভারতে কখন মোবাইল ব্যবহার শুরু হয়?
উত্তর: ৩১ জুলাই, ১৯৯৫।

প্রশ্ন- এমন কি জিনিস যা জল খেলে মারা যায়?
উত্তরঃ তৃষ্ণা।

প্রশ্নঃ নীল সমুদ্রে হলুদ রঙের পাথর রাখলে কী হবে?
উত্তরঃ পাথর ডুবে যাবে।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডঃ বি আর আম্বেদকরের কাছে।

প্রশ্ন- কোথায় সোনার এটিএম (ATM) আছে?
উত্তর- দুবাই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement