Advertisement

Interview Tricky Questions : কী অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর? উত্তর জানলে অবাক হবেন

ইন্টারভিউতে অনেক সময় এমন ধরনের প্রশ্ন করা হয় যা সাধারণত সিলেবাসে থাকে না। অর্থাৎ উপস্থিত বুদ্ধির মাধ্যমে দিতে হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর। আসলে এর মাধ্যমে পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা পরীক্ষা করে দেখা হয়। চলুন জেনে নেওয়া যাক সেই ধরনেরই কিছু প্রশ্ন ও তার উত্তর। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Sep 2022,
  • अपडेटेड 9:00 PM IST
  • সরকারি চাকরি করতে চান?
  • পাশ করতে হবে ইন্টারভিউ
  • রইল কিছু নমুনা প্রশ্ন

সরকারি চাকরি পেতে অনেকেই চান। তবে তার জন্য পাশ করতে হল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। আর ইন্টারভিউতে অনেক সময় এমন ধরনের প্রশ্ন করা হয় যা সাধারণত সিলেবাসে থাকে না। অর্থাৎ উপস্থিত বুদ্ধির মাধ্যমে দিতে হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর। আসলে এর মাধ্যমে পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা পরীক্ষা করে দেখা হয়। চলুন জেনে নেওয়া যাক সেই ধরনেরই কিছু প্রশ্ন ও তার উত্তর। 

প্রশ্ন - কার দেহে কোনও ব্যকটেরিয়া থাকে না?
উত্তর - সদ্যোজাত শিশুর দেহে কোনও ব্যাকটেরিয়া থাকে না।

প্রশ্ন - কোন দেশে মাত্র ৪০ মিনিটের রাত থাকে?
উত্তর - নরওয়েতে রাতের সময় মাত্র ৪০ মিনিট। 

আরও পড়ুন

প্রশ্ন - বঙ্গোপসাগর কী অবস্থায় রয়েছে?
উত্তর - জলীয় বা তরল অবস্থায়।

প্রশ্ন - ইংরেজির i এবং j অক্ষরের মাথার বিন্দুটিকে কী বলা হয়?
উত্তর - ইংরেজির i এবং j অক্ষরের মাথার বিন্দুটিকে বলা হয় Tittle 

প্রশ্ন - জল খেলেই মৃত্যু হয় কোন জিনিসের?
উত্তর - জল খেলেই মরে যায় তৃষ্ণা। 

প্রশ্ন - কোন মাছ এক চোখ খোলা রেখে ঘুমায়?
উত্তর - এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিন। 

এই প্রশ্নগুলো নমুনা আকারে এখানে তুলে ধরা হল। চাকরির প্রস্তুতি নিতে এই ধরনের আরও প্রশ্ন ও উত্তরের অনুশীলন করা প্রয়োজন। এমনকী দরকারে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন। তবেই আসতে পারে সাফল্য। 


 

Read more!
Advertisement
Advertisement