Advertisement

JEE Advanced Result 2021 Declared : জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল প্রকাশ, এই ভাবে দেখুন রেজাল্ট

জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল দেখতে http://result.jeeadv.ac.in/ ওয়েবসাইটে ঢুকতে পারেন পরীক্ষার্থীরা। এরপর নিজেদের বিবরণী দিয়ে দেখা যাবে রেজাস্ট। এছাড়া https://jeeadv.ac.in/ ওয়েবসাইটে গিয়ে 'For JEE (Advanced) 2021 Result, Click Here' অপশানে ক্লিক করেও  ফলাফল দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। 

JEE Advanced 2021-র ফলাফল প্রকাশ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Oct 2021,
  • अपडेटेड 12:01 PM IST
  • জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল প্রকাশ খড়গপুর আইআইটি-র
  • ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট
  • আগামিকাল শুরু কাউন্সিলিং-এর রেজিস্ট্রেশান

JEE Advanced 2021-র ফলাফল প্রকাশ করল আইআইটি খড়গপুর। jeeadv.ac.in ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল। JEE Advanced-র রোল নম্বর বা জন্মতারিখ দিয়ে লগ-ইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। 

ফলাফলের পাশাপাশি শীর্ষ পরীক্ষার্থীদের তালিকাও প্রকাশ করেছে আইআইটি। প্রসঙ্গত গত ৩ অক্টোবর দেশব্যাপী আয়োজিত হয়েছিল আইআইটির পরীক্ষা। 

কোথায় ও কীভাবে দেখা যাবে রেজাল্ট? 
জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল দেখতে http://result.jeeadv.ac.in/ ওয়েবসাইটে ঢুকতে পারেন পরীক্ষার্থীরা। এরপর নিজেদের বিবরণী দিয়ে দেখা যাবে রেজাস্ট। এছাড়া https://jeeadv.ac.in/ ওয়েবসাইটে গিয়ে 'For JEE (Advanced) 2021 Result, Click Here' অপশানে ক্লিক করেও  ফলাফল দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। 

জানা যাচ্ছে, আগামিকাল ১৬ অক্টোবর থেকেই শুরু হবে কাউন্সিলিং-এর জন্য রেজিস্ট্রেশন। JoSAA Counselling 2021-র রেজিস্ট্রেশনের জন্য josaa.nic.in ওয়েবসাইটে যেতে হবে পরীক্ষার্থীদের।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement