Advertisement

Mamata Banerjee Books: বইমেলায় ৬-৬টি বই প্রকাশ মমতার, জানুন কী নাম, কী বিষয় নিয়ে লেখা?

৪৬তম বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬টি নতুন বই প্রকাশিত হল। সেই সঙ্গে সমালোচনা থেকে তিনি শেখেন বলেও মনে করালেন মমতা। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন  স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।  

বইমেলায় নিজের বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলায় নিজের বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jan 2023,
  • अपडेटेड 8:19 PM IST
  • ১২৮টি বই প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর।
  • আরও ৬টি নতুন বই প্রকাশ হল কলকাতা বইমেলায়।

তিনি প্রশাসন সামলান। ছবি আঁকেন। আবার বইও লেখেন। ৪৬তম বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬টি নতুন বই প্রকাশিত হল। সেই সঙ্গে সমালোচনা থেকে তিনি শেখেন বলেও মনে করালেন মমতা। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন  স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।          

সোমবার বইমেলার উদ্বোধন করে নিজের লেখা বইয়ের কথা তুলে ধরেন মমতা। জানিয়ে দেন, এ পর্যন্ত তাঁর ১২৮টি বই প্রকাশিত হয়েছে। তার সঙ্গে যোগ হল এ বছরের ৫টি বই। আরও ৪-৫টি বইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন,'কাজকর্মের মধ্যে কষ্ট করে, ফাঁকি দিয়েই ১২৮টা বই প্রকাশিত হয়েছে। এবার ৬টি নতুন বই আসছে। চার-পাঁচটি বইয়ের প্রসেস চলছে। পরের বছর আসবে।'

এবার বইমেলায় ৬টি বই প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলি হল- আমাদের সংবিধান ও কিছু কথা, দুয়ারে সরকার- আপনার আওয়াজ, লহ প্রণাম, স্যালুট, আমাদের দুর্গোৎসব এবং কবিতা বিতান। মমতা জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে ৫০ মহিয়সী নারীকে নিয়ে গতবারই বই প্রকাশ করেছিলাম। এবার আরও ৫০ জন নারীর কথা আছে 'লহ প্রণাম' বইয়ে। তারই ইংরেজি অনুবাদ 'স্যালুট'। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া নিয়ে বই 'আমাদের দুর্গোৎসব'। আর ইংরেজিতে কবিতা বিতানের নির্বাচিত কবিতা। মুখ্যমন্ত্রীর কথায়,'অনেকে ইংরেজিতে বই চায় দিতে পারি না।'

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী  আরও বলেন,'কথায় কথায়, উইপোকা কামড়ালেও দেখানো হয়। ভালো বই লিখলে পর্যালোচনা করা হয় না৷ রাজনৈতিক লোকেরা কি বই লিখতে পারেন না? রাজনৈতিক লোক আগে সামাজিক জীব।' তিনি যোগ করেন,'যতই পড়াশুনো করি শিক্ষার শেষ নাই। সবটাই নেগেটিভ ভাবব কেন! ঐক্যের কথা বলুন।' 

Read more!
Advertisement
Advertisement