Advertisement

Madhyamik 2023 Help Line Numbers: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হেল্পলাইন নম্বর, দেখে নিন

Madhyamik 2023 Help Line Numbers: পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোলরুম, বিশেষ হেল্পলাইন নম্বর। পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানার পাশাপাশি পরীক্ষার সময় হওয়া যে কোনও সমস্যার কথাও জানানো যাবে এই হেল্পলাইন নম্বরগুলিতে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2023,
  • अपडेटेड 8:08 PM IST
  • পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোলরুম, বিশেষ হেল্পলাইন নম্বর।
  • পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানার পাশাপাশি পরীক্ষার সময় হওয়া যে কোনও সমস্যার কথাও জানানো যাবে এই হেল্পলাইন নম্বরগুলিতে।

Madhyamik 2023 Help Line Numbers: মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মাঝে আর মাত্র কয়েকটা দিন। তার পরই এ রাজ্যের পড়ুয়াদের জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Examination 2023) শুরু হয়ে যাবে।

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে এই পরীক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এর ব্যবস্থাপনা, সবটাই সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE)। এবার পরীক্ষার দিন সাতেক আগেই পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোলরুম, বিশেষ হেল্পলাইন নম্বর। গত ১৬ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওই হেল্পলাইন নম্বরগুলি কার্যকর করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানার পাশাপাশি পরীক্ষার সময় হওয়া যে কোনও সমস্যার কথাও জানানো যাবে এই হেল্পলাইন নম্বরগুলিতে। হেল্পলাইন নম্বরগুলি হল 91 33-2321-3872 আর 91 33-2359-2274। এছাড়াও প্রয়োজনে ইমেল করে পরীক্ষার্থীদের নানা সমস্যার কথা জানাতে পারেন এই ইমেইল আইডি-তে: examwbbse@gmail.com। উল্লেখিত হেল্পলাইন নম্বর আর ইমেইল আইডি-তে পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন

ওই দুটি নম্বর ছাড়াও পরীক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির যোগাযোগের নম্বর সহ কন্ট্রোলরুমের আরও কয়েকজন আধিকারিকের নম্বরে ফোন করা যাবে। একইসঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলার আঞ্চলিক হেল্পলাইন নম্বরও পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

এক ঝলকে জরুরি নম্বরগুলি দেখে নিন:
•    সভাপতি: 2321-3089,
•    সেক্রেটারি: 2321-3816,
•    ডেপুটি সেক্রেটারি (এগজামিনেশন): 9903421199
•    অ্যাসিসট্যান্ট সেক্রেটারি (কনফিডেনশিয়াল): 8777899182
•    বর্ধমান রিজিওন্যাল অফিস: 9474021135, 9147135747
•    মেদিনীপুর রিজিওন্যাল অফিস: 9476302680, 9147135752
•    নর্থ বেঙ্গল রিজিওন্যাল অফিস: 9609916141, 9147135748
•    কলকাতা রিজিওন্যাল অফিস: 9147135749, 8981833898
 

Read more!
Advertisement
Advertisement