Advertisement

Madhyamik Exam 2022 Question Paper Geography : মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ, এই হাফ ডজন প্রশ্নের উত্তর জানেন?

আজ বুধবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। বোর্ডের নিয়ম অনুযায়ী এদিনও মোট ৩ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হয়। তারমধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হয় শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রশ্ন পড়ার জন্য। পরের ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এদিনও তৎপর ছিল বোর্ড।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2022,
  • अपडेटेड 5:21 PM IST
  • আজ ছিল মাধ্যমিকের তৃতীয় দিন
  • সম্পন্ন হল ভূগোল পরীক্ষা
  • জেনে নিন কিছু প্রশ্ন

রাজ্যে চলছে মাধ্যমিক। সোমবার থেকেই শুরু হয়েছে পরীক্ষা। আজ বুধবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। বোর্ডের নিয়ম অনুযায়ী এদিনও মোট ৩ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হয়। তারমধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হয় শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রশ্ন পড়ার জন্য। পরের ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এদিনও তৎপর ছিল বোর্ড। দেখে নেওয়া যাক এদিনের ভূগোল পরীক্ষার কিছু প্রশ্ন। 

প্রশ্ন - যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে - 
উত্তর (ক)
- অগ্ন্যুদ্গম
(খ) - আরোহণ
(গ) - সঞ্চয় কার্য
(ঘ) - অবরোহণ

প্রশ্ন - দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে -
উত্তর (ক)
- জলবিভাজিকা
(খ) - নদীমঞ্চ
(গ) - স্বাভাবিক বাঁধ
(ঘ) - দোয়াব 

প্রশ্ন - ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত - 
উত্তর (ক)
- জোড়হাটে
(খ) - বেঙ্গালুরুতে
(গ) - চিকমাগালুরে
(ঘ) - কোয়েম্বাটোরে

প্রশ্ন - পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল - 
উত্তর (ক)
- দুর্গাপুরে
(খ) - খড়গপুরে
(গ) - সেক্টর ৫, সল্টলেকে
(ঘ) - শিলিগুড়িতে 

প্রশ্ন - ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল - 
উত্তর (ক)
- ৪০০০
(খ) - ৫০০০
(গ) - ৬০০০
(ঘ) - ৭০০০

প্রশ্ন - ভারতের বৃহত্তম বন্দর শহর হল - 
উত্তর (ক)
- হলদিয়া
(খ) - চেন্নাই
(গ) - কলকাতা 
(ঘ) - মুম্বই 

আরও পড়ুননির্বাচনে 'জামানত বাজেয়াপ্ত' কী? কত ভোট পেলে বাঁচানো যায়?


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement