Advertisement

Madhyamik Exam 2022 Physical Science Question Paper : মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ, এই ৬ প্রশ্নের উত্তর জানেন?

অন্যান্যদিনের মতো ভৌত বিজ্ঞান পরীক্ষার মোট সময় ছিল ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের এই পরীক্ষার কিছু প্রশ্ন। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2022,
  • अपडेटेड 4:20 PM IST
  • মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা সম্পন্ন
  • মোট সময় ছিল ৩ ঘণ্টা ১৫ মিনিট
  • দেখে নিন পরীক্ষার কিছু প্রশ্ন

আজ মঙ্গলবার সম্পন্ন হল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা (Madhyamik Exam 2022 Physical Science Question Paper)। নির্ধারিত সময়েই এদিন পরীক্ষা শুরু হয়। অন্যান্যদিনের মতো এদিনও পরীক্ষার মোট সময় ছিল ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের এই পরীক্ষার কিছু প্রশ্ন। 

প্রশ্ন - বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর (এ) - ট্রোপোস্ফিয়ার
(বি) - স্ট্র্যাটোস্ফিয়ার
(সি) - মেসোস্ফিয়ার 
(ডি) - থার্মোস্ফিয়ার 

প্রশ্ন - একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সে.মি. হলে, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে
উত্তর (এ)- ২০ সে.মি.
(বি) - ১৫ সে.মি.
(সি) - ১০ সে.মি. 
(ডি) - ৪০ সে.মি.

আরও পড়ুন

প্রশ্ন - দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন
উত্তর (এ) - উত্তল দর্পণ
(বি) - উত্তল লেন্স
(সি) - অবতল দর্পণ
(ডি) - অবতল লেন্স

প্রশ্ন - কোনও পরিবাহীর মধ্যে দিয়ে ২ মিনিটে ১২C আধান প্রবাহিত হলে, তরিৎ প্রবাহমাত্রা হল
উত্তর (এ) - ৬ অ্যাম্পিয়ার
(বি) - ০.১ অ্যাম্পিয়ার
(সি) - ২৪ অ্যাম্পিয়ার 
(ডি) - ১০ অ্যাম্পিয়ার

প্রশ্ন - নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়?
উত্তর (এ) - চিনি 
(বি) - গ্লুকোজ
(সি) - সোডিয়াম ফ্লুওরাইড
(ডি) - হাইড্রোজেন ক্লোরাইড

প্রশ্ন - অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তরিৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে 
উত্তর (এ) - তড়িতের অপরিবাহী
(বি) - সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
(সি) - আংশিক বিয়োজিত হয়
(ডি) - বিয়োজিত হয় না

 

Read more!
Advertisement
Advertisement